আকাশ জাতীয় ডেস্ক:
সাতকানিয়ার মাদার্শা এলাকায় পারিবারিক কলহের জেরে এক প্রবাসীর স্ত্রী ‘বিষপানে আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। তবে গৃহবধূর পরিবারের দাবি তাকে ‘বিষ পান করিয়ে হত্যা’ করা হয়েছে।
রোববার (২১ জুন) রাতে মাদার্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এয়াজুর পাড়া সিকদার এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া নারীর নাম বিবি কাউসার (৩০)। তিনি ওই এলাকার দিদারুল আলমের স্ত্রী।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, মাদার্শা এলাকায় এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার খবর পেয়েছি। স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে মরদেহের ময়নাতদন্ত হয়।
তিনি বলেন, মেয়ের বাপের বাড়ির লোকজন দাবি করেছে, তাকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।
আকাশ নিউজ ডেস্ক 
























