আকাশ জাতীয় ডেস্ক:
ডিজিটাল নিরাপত্তা আইনকে বাকস্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব শক্তি নামে একটি সংগঠন।
সোমবার (২২ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতাবিরোধী কালো আইন, জন নিরাপত্তার নামে জন হয়রানিমূলক আইন, মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই কালো আইন ধারা গ্রেফতার করা হচ্ছে। আমরা এ হয়রানির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আইন বাতিল করে গ্রেফতারকৃতদের মুক্তির জোর দাবি জানাচ্ছি।
এসময় বাংলাদেশ যুব শক্তির কেন্দ্রীয় নেতারা চলমান সংসদে আইন বাতিল না করলে কঠিন কর্মসূচির দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, রাজনীতিবিদ গোলাম ফারুক মজনু, আসিফ সালমান, নাহিদ রহমান পুতুল, ডা. মাহবুবা নারগিস, নুরুল ইসলাম বিপ্লব প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 





















