আকাশ জাতীয় ডেস্ক:
পাবনায় একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন জেসিকা জিম (২৮) নামে এক প্রসূতি। তিন সন্তানের মধ্যে দুটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।
মঙ্গলবার রাতে পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ওই তিন শিশুর জন্ম হয়।
প্রসূতি মা পাবনা পৌর গোবিন্দা এলাকার মো. সাব্বির হোসেনের স্ত্রী।
এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের পর ওই বাড়িতে আনন্দের বন্যা বইছে।
বাবা মো. সাব্বির হোসেন বলেন, করোনার বিষণ্নতার মধ্যে এটি একটি আনন্দের ঘটনা। বর্তমানে প্রসূতি ও তিন নবজাতক সুস্থ রয়েছে। তিনি সবার কাছে তার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























