আকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় ট্রাকের চালক এবং একজন হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন হেলপার।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলা সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছী গ্রামের হবির ছেলে ট্রাকচালক জহুরুল ইসলাম, আরেক ট্রাকের চালক একই উপজেলার উত্তরা হাজীপুর গ্রামের অর্জুনের ছেলে মিঠুন ও ট্রাকের হেলপার হাজীপুর গ্রামের গনকের ছেলে অনন্ত।
কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, ঢাকা থেকে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হন। অপর ট্রাকের চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে চালক মারা যান। আহত হেলপারকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























