আকাশ জাতীয় ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে রুহুল আমিন (৪২ ) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ী শালিকাদহ ঘাটে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই ইউনিয়নের ছোট রসুলপুর গ্রামের মোশাররফ হোসেন দুলু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গছে, রুহুল আমিন ও তার বন্ধু শাহানুর আলম রাস্তা দিয়ে হেটে বাড়িতে যাচ্ছিলেন। পথে সাতজন মুখোশধারী তাদের থামিয়ে এলোপাতাড়ি লাঠি ও ছোরা দিয়ে পেটায়। এক পর্যায়ে রুহুলামিন লুটিয়ে পড়ে। ওইসময় সুযোগ পেয়ে শাহানুর আলম দৌঁড়ে বাড়িতে এসে বাড়ির লোকজনসহ থানায় খবর দেয়। পরে পুলিশ রুহুল আমিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জানান, ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি পূর্ব শত্রুতার জেরে ঘটিয়েছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, ‘আমরা কিছু তথ্য পেয়েছি তা দিয়ে খুব শীঘ্রই হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারব।’
আকাশ নিউজ ডেস্ক 

























