ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

আইডিয়ালের শিক্ষার্থীদের বেতন কাঠামো জানতে চান হাইকোর্ট

আকাশ জাতীয় ডেস্ক:

প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বেতন কাঠামো জানতে চেয়েছেন হাইকোর্ট।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে সারাদেশে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন আদায় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চেয়ে করা রিট শুনানিতে এ তথ্য জানতে চান হাইকোর্ট।

বুধবার (১০ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল আদালতে এ রিটের ওপর শুনানি হয়। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আবেদনকারী আইনজীবী মো.সাইফুর রহমান। যিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর বাবা।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে সাইফুর রহমান জানান,শুনানিতে ওই প্রতিষ্ঠানের পক্ষের আইনজীবী জানিয়েছেন-অনেক ননএমপিও শিক্ষক আছেন। তাই বেতন না দিলে তাদের সমস্যা হয়। আমি বলেছি প্রতিষ্ঠানের অনেক ধরনের ফান্ড আছে। সেখান থেকে শিক্ষকদের বেতন দেওয়া যায়। এরপর আদালত ১৪ জুনের মধ্যে শিক্ষার্থীদের বেতন কাঠামো জানতে চেয়েছেন।

অমিত তালুকদার বলেন, আদালত বেতন কাঠামো জানতে চাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের আইনজীবী বলেছেন- তিনি ১৪ জুনের মধ্যে তা আদালতকে অবহিত করবেন।

রিট দায়েরের পর ৮ জুন অ্যাডভোকেট সাইফুর রহমান জানিয়েছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন আদায় স্থগিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে গত ১৯ মে বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট আবেদন করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছে অনেক পেশাজীবী ও চাকরিজীবী। বিদ্যুৎ বিলসহ বিভিন্ন বিলে বিলম্ব ফি মওকুফ করা হয়েছে। ব্যাংক ঋণের বিষয়ে বলা হয়েছে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেনিফিট গ্রহণ করা যাবে না। সরকার বিভিন্ন সেক্টরে প্রণোদনা দিচ্ছে। এমন পরিস্থিতিতে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জীবিকা নির্বাহ করাটা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের মাসিক বেতন পরিশোধে নোটিশ দেওয়া হচ্ছে। এসব কারণেই এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কাছে আদায়যোগ্য মাসিক বেতন স্থগিত রাখতে নির্দেশনা প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইডিয়ালের শিক্ষার্থীদের বেতন কাঠামো জানতে চান হাইকোর্ট

আপডেট সময় ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বেতন কাঠামো জানতে চেয়েছেন হাইকোর্ট।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে সারাদেশে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন আদায় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চেয়ে করা রিট শুনানিতে এ তথ্য জানতে চান হাইকোর্ট।

বুধবার (১০ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল আদালতে এ রিটের ওপর শুনানি হয়। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আবেদনকারী আইনজীবী মো.সাইফুর রহমান। যিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর বাবা।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে সাইফুর রহমান জানান,শুনানিতে ওই প্রতিষ্ঠানের পক্ষের আইনজীবী জানিয়েছেন-অনেক ননএমপিও শিক্ষক আছেন। তাই বেতন না দিলে তাদের সমস্যা হয়। আমি বলেছি প্রতিষ্ঠানের অনেক ধরনের ফান্ড আছে। সেখান থেকে শিক্ষকদের বেতন দেওয়া যায়। এরপর আদালত ১৪ জুনের মধ্যে শিক্ষার্থীদের বেতন কাঠামো জানতে চেয়েছেন।

অমিত তালুকদার বলেন, আদালত বেতন কাঠামো জানতে চাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের আইনজীবী বলেছেন- তিনি ১৪ জুনের মধ্যে তা আদালতকে অবহিত করবেন।

রিট দায়েরের পর ৮ জুন অ্যাডভোকেট সাইফুর রহমান জানিয়েছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন আদায় স্থগিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে গত ১৯ মে বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট আবেদন করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছে অনেক পেশাজীবী ও চাকরিজীবী। বিদ্যুৎ বিলসহ বিভিন্ন বিলে বিলম্ব ফি মওকুফ করা হয়েছে। ব্যাংক ঋণের বিষয়ে বলা হয়েছে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেনিফিট গ্রহণ করা যাবে না। সরকার বিভিন্ন সেক্টরে প্রণোদনা দিচ্ছে। এমন পরিস্থিতিতে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জীবিকা নির্বাহ করাটা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের মাসিক বেতন পরিশোধে নোটিশ দেওয়া হচ্ছে। এসব কারণেই এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কাছে আদায়যোগ্য মাসিক বেতন স্থগিত রাখতে নির্দেশনা প্রয়োজন।