আকাশ জাতীয় ডেস্ক:
শেরপুরে নালিতাবাড়ীতে গৃহকর্তার ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী গৃহপরিচারিকা (১৩)। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় বাঘবেড় ইউনিয়নের সন্যাসীভিটা গ্রামের মৃত আব্দুল ওয়াহাব আলীর ছেলে ধর্ষক হারেছ আলীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেইসাথে জেলা হাসপাতালে ভিকটিম কিশোরীর ডাক্তারী পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নিয়মিত মামলায় ধর্ষক হারেছকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষাসহ আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
গত শুক্রবার বিকালে এ ধর্ষণের ঘটনা ঘটে। সোমবার কিশোরীর পিতার দায়ের করা মামলায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে হারেজ আলীকে গ্রেপ্তার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























