আকাশ বিনোদন ডেস্ক:
এসকে ফিল্মসের সহ-প্রযোজক মোহাম্মদ ইকবাল বর্তমানে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ডাক্তারের পরামর্শে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি হয়েছেন তিনি।
জানা যায়, ‘গতকাল রাতে মোটরসাইকেল করে বাসায় ফেরার সময় গুলশানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। দুর্ঘটনায় হাত পায়ে বেশ জখম হয়েছে।
এ ঘটনায় ওই মোটরসাইকেল আরোহী ও প্রযোজক ইকবাল দুজনই আহত হন। বর্তমানে ইকবাল গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’
মোহাম্মদ ইকবাল বলেন, ‘গত রাতের চেয়ে আজ একটু ভালো আছেন তিনি। তবে ডাক্তারের পরামর্শে গতকাল রাতেই কেবিনে ভর্তি হয়েছেন। ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলেছেন এবং দু-একদিনের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন।’
উল্লেখ্য, মোহাম্মদ ইকবাল ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘শুটার’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’সহ বেশকিছু সিনেমা প্রযোজনা করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























