আকাশ জাতীয় ডেস্ক:
দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন এবং কাশিয়াডাঙ্গা থানা ৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে জিনারুল ইসলাম নামে এক যুবককে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
এ ছাড়া অন্যান্য অপরাধে বাকি ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান আরএমপির এ মুখপাত্র।
আকাশ নিউজ ডেস্ক 
























