অাকাশ বিনোদন ডেস্ক:
এবার ঈদে অনেকগুলো নাটকে দেখা যাবে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করকে। এরমধ্যে বৈশাখী টেলিভিশনের প্রচার হবে তার নাটক ‘জার্নি বাই বাস’।
নাটকটিতে আরও অভিনয় করেছেন করেছেন ইরেশ যাকের, ঈশিকা খান, শামীম হাসান সরকার, রুমী, নবী, সীমান্ত প্রমুখ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
প্রতিবারের মতো এবার ঈদেও নির্মিত হয়েছে অনেক নাটক। নাটক প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ‘ঈদের নাটক নিয়ে আমি বরাবরই ইতিবাচক। কাজের মানে ভালো খারাপ থাকবেই। তবে ভালো কাজের পরিমাণই বেশি। দর্শকরাও ভালোভাবে গ্রহণ করছেন।’
আকাশ নিউজ ডেস্ক 






















