অাকাশ জাতীয় ডেস্ক:
হাতে সময় কম, ঢাকার বাইরে যাওয়ার সুযোগ নেই- এমন পরিস্থিতিতে রিসোর্টই একমাত্র ভরসা। বর্তমানে অল্পতে বেশি আনন্দ উপভোগের উপযুক্ত স্থান রিসোর্টগুলো। প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা নীরব এবং ছায়াঘেরা রিসোর্টগুলো আপনাকে নিয়ে যায় প্রকৃতির সান্নিধ্যে। তেমনই এক রিসোর্ট হচ্ছে গাজীপুরের ভাওয়াল রিসোর্ট।
অবস্থান
রিসোর্টটি গাজীপুর জেলার মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামে অবস্থিত। এটি প্রায় ৬৫ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয়েছে।
বৈশিষ্ট্য
রিসোর্টে ৫টি জোন ও ৬১টি কটেজ রয়েছে। এখানে ঘুরাঘুরিসহ সুইমিং পুল ও স্পা সুবিধা পাওয়া পায়। চাইলে হানিমুন, ফ্যামিলি ট্যুরসহ বিয়ে, কনফারেন্স, সেমিনার করতে পারবেন। এখানকার পরিবেশ অনেক পরিষ্কার ও পরিছন্ন।
নিরাপত্তা
অতিথিদের নিরাপত্তার জন্য রয়েছে ৪৫ জন আনসার। রিসোর্টের সার্বিক দেখাশোনার জন্য রয়েছ ১৫০ জন কর্মকর্তা- কর্মচারী।
ছুটি
রিসোর্টের সাপ্তাহিক ছুটির দিনগুলো হলো বৃহস্পতি, শুক্র ও শনিবার।
যেভাবে যাবেন
ঢাকা থেকে গাজীপুরগামী যেকোনো বাসে যেতে পারেন। গাজীপুর নেমে সেখান থেকে মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামে গেলেই পেয়ে যাবেন। তবে কেউ চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়েও যেতে পারেন।