ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

অস্ট্রেলিয়ার থিম পার্কের রাজধানী ‘গোল্ড কোস্ট’

অাকাশ জাতীয় ডেস্ক:

অস্ট্রেলিয়র গোল্ড কোস্ট এমন এক স্থান যেখানে বছরের ২৫০ দিন গ্রীষ্ম বিরাজ করে। এখানে আছে অপূর্ব সুন্দর সৈকত। এখানকার বালি সাদা পাউডারের মতো মিহি। যেখানেই পানি সেখানেই রয়েছে সার্ফিংয়ের সুযোগ। সেখানে স্থানীয়সহ আন্তর্জাতিকমানের মুখরোচক খাবার মেলে। গোল্ড কোস্ট হলো অস্ট্রেলিয়ার থিম পার্কগুলোর রাজধানী। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম, বৃহত্তম এবং ভয়ংকরতম রাইডের পার্ক। একটা-দুইটা নয়, আছে অনেক পার্ক। বিভিন্ন বয়সী মানুষের জন্য তৈরি করা হয়েছে পার্কগুলো। দারুণ এই স্থানের আরো কিছু আকর্ষণের কথা জেনে নিন।

১. ওয়ার্নার ব্রস. মুভি ওয়ার্ল্ড
এটা পৃথিবীর সেই বিরল স্থানগুলোর একটি যেখানে মানুষদের উঁচু হ্যাট আর ক্যান্ডি স্ট্রাইপের স্যুট পরা দেখা যাবে। এটা বিখ্যাত সিনেমার জগত। জনপ্রিয় ড্যাফি ডাক, বাগস বানি আর অস্টিন পাওয়ার্সদের চরিত্রের ডামি রয়েছে এখানে।

২.ড্রিমওয়ার্ল্ড
অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ থিম পার্কে প্রবেশ করতে এখানেই যেতে হবে। এখানে ৫০টিরও বেশি রাইড আর অন্যান্য আকর্ষণীয় বিষয় দেখে দিন পার করে দিতে পারবেন। শ্রেক আর ফিয়োনার সঙ্গে দেখা হবে এখানে। উপভোগ করুন ‘মাদাগাস্কার ম্যাডনেস’। কুং ফু পান্ডার মতো ঘুষি মারুন।

৩. সি ওয়ার্ল্ড
জলজ জীবন উপভোগ করতে চাইলে এখানে যেতে হবে। পানির নিচে নামলেই এক কল্পনার জগতে চলে যাবেন। মস্তিষ্কবিহীন জেলি ফিস আর সীলের দেখা মিলবে।

৪. অস্ট্রেলিয়ান আউটব্যাক স্পেক্টাকুলার
এটা ঠিক থিম পার্ক নয়। তবে এখানকার অনুষ্ঠান আপনাকে অভূতপূর্ব আনন্দ দেবে। এর পেছনের অস্ট্রেলিয়ান আল্পসের সৌন্দর্য আপনাকে বিমূঢ় করে দেবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে এখানকার আয়োজনকে অনন্য করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ার থিম পার্কের রাজধানী ‘গোল্ড কোস্ট’

আপডেট সময় ০৭:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

অস্ট্রেলিয়র গোল্ড কোস্ট এমন এক স্থান যেখানে বছরের ২৫০ দিন গ্রীষ্ম বিরাজ করে। এখানে আছে অপূর্ব সুন্দর সৈকত। এখানকার বালি সাদা পাউডারের মতো মিহি। যেখানেই পানি সেখানেই রয়েছে সার্ফিংয়ের সুযোগ। সেখানে স্থানীয়সহ আন্তর্জাতিকমানের মুখরোচক খাবার মেলে। গোল্ড কোস্ট হলো অস্ট্রেলিয়ার থিম পার্কগুলোর রাজধানী। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম, বৃহত্তম এবং ভয়ংকরতম রাইডের পার্ক। একটা-দুইটা নয়, আছে অনেক পার্ক। বিভিন্ন বয়সী মানুষের জন্য তৈরি করা হয়েছে পার্কগুলো। দারুণ এই স্থানের আরো কিছু আকর্ষণের কথা জেনে নিন।

১. ওয়ার্নার ব্রস. মুভি ওয়ার্ল্ড
এটা পৃথিবীর সেই বিরল স্থানগুলোর একটি যেখানে মানুষদের উঁচু হ্যাট আর ক্যান্ডি স্ট্রাইপের স্যুট পরা দেখা যাবে। এটা বিখ্যাত সিনেমার জগত। জনপ্রিয় ড্যাফি ডাক, বাগস বানি আর অস্টিন পাওয়ার্সদের চরিত্রের ডামি রয়েছে এখানে।

২.ড্রিমওয়ার্ল্ড
অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ থিম পার্কে প্রবেশ করতে এখানেই যেতে হবে। এখানে ৫০টিরও বেশি রাইড আর অন্যান্য আকর্ষণীয় বিষয় দেখে দিন পার করে দিতে পারবেন। শ্রেক আর ফিয়োনার সঙ্গে দেখা হবে এখানে। উপভোগ করুন ‘মাদাগাস্কার ম্যাডনেস’। কুং ফু পান্ডার মতো ঘুষি মারুন।

৩. সি ওয়ার্ল্ড
জলজ জীবন উপভোগ করতে চাইলে এখানে যেতে হবে। পানির নিচে নামলেই এক কল্পনার জগতে চলে যাবেন। মস্তিষ্কবিহীন জেলি ফিস আর সীলের দেখা মিলবে।

৪. অস্ট্রেলিয়ান আউটব্যাক স্পেক্টাকুলার
এটা ঠিক থিম পার্ক নয়। তবে এখানকার অনুষ্ঠান আপনাকে অভূতপূর্ব আনন্দ দেবে। এর পেছনের অস্ট্রেলিয়ান আল্পসের সৌন্দর্য আপনাকে বিমূঢ় করে দেবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে এখানকার আয়োজনকে অনন্য করা হয়েছে।