আকাশ আইসিটি ডেস্ক:
মহামারি করোনাভাইরাসের সঙ্গে লড়ছে পুরো বিশ্ব। করোনায় আক্রান্ত হয়ে অনেকেই ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু তারপরও রোগী সুযোগ পেলেই ঘর থেকে বের হচ্ছেন। যা সুস্থ মানুষদের জন্য ঝুঁকিপূর্ণ।
এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা করোনা রোগীদের জন্য অ্যাঙ্কল ব্রেসলেট এবং জিপিএস ট্রাকার উদ্ভাবন করেছেন। করোনা রোগীদের গতিবিধি জানা যাবে এই দুই ডিভাইসের সাহায্যে।
বিজ্ঞানীরা করোনা রোগীদের পায়ে বিশেষ এই ব্রেসলেট বেধে দেবেন। এই ব্রেসলেটে থাকবে জিপিএস। ফলে রোগী ধর থেকে বের হলো কি না সেটা জানা যাবে। সে কোথায় কোথায় যায় সেটাও জানা যাবে। ফলে করোনা রোগীকে সহজেই তদারক করা যাবে।
পৃথিবীর বিভিন্ন দেশের চিকিৎসকরা এই পদ্ধতি অবলম্বন করছেন। ডিভাইসটির নাম কোভিড-১৯ ট্রেকার।
আকাশ নিউজ ডেস্ক 

























