আকাশ স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন। তবে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তিনি। আর লকডাউনের মধ্যে তো নিয়মিত শিরোনামে শোয়েব আখতার। কখনও ভারত-পাকিস্তান সিরিজের প্রস্তাব দিচ্ছেন তো কখনও লকডাউনের মধ্যে সাইকেলে চড়ে ইসলামাবাদ ঘুরে পড়ছেন বিতর্কের মুখে।
তবে, বরাবরের স্পষ্টবক্তা শোয়েব আছেন আপন মেজাজে। বিতর্ক বিশেষ গায়ে না মেখে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। এবার তিনি নিজের আরও একটি ইচ্ছার কথা জানালেন।
বলিউডে এখন খেলোয়াড়দের জীবনী নিয়ে ছবির বেশ রমরমা। মহেন্দ্র সিং ধোনি থেকে মেরি কম, হকি খেলোয়াড় সন্দীপ সিং, কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিং-সহ ভারতের মুখ উজ্জ্বল করা তারকাদের নিয়ে বেশ কিছু ছবি হয়েছে বলিউডে। তাই রুপালি পর্দায় যদি কখনও শোয়েবকে নিয়ে ছবি বানানো হয়, অবাক হওয়ার কোনও কারণ থাকবে না।
কিন্তু প্রশ্ন হলো, সাবেক পাকিস্তানি পেসারের চরিত্রে অভিনয় করবেন কে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে কথা বলার সময় নিজের পছন্দের কথা জানালেন স্পিডস্টার। বললেন, তাঁর ভূমিকায় তাঁর প্রথম পছন্দ সালমান খান। তিনিই সঠিকভাবে তাঁর চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন।
আকাশ নিউজ ডেস্ক 






















