ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না: আজহারুল ইসলাম মান্নান ইরানে ভয়াবহ বিস্ফোরণ মিডিয়ার প্রশংসা দেখে মনে হয় হাসিনার আমলে আছি: হাসনাত ডাল মে কুচ কালা হে, জামায়াতকে চরমোনাই পীর আগামী ১৬ মার্চে অস্কারে যাচ্ছেন বাংলাদেশি সাংবাদিক আল কাছির শুনলাম একটা দল নাকি ৪০ লাখ বোরকা বানাইসে: মির্জা আব্বাস মানুষ তার ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত: তারেক রহমান এ নির্বাচন তাদের লড়াইয়ের ফসল যারা চব্বিশের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে:নাহিদ ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা এবারের নির্বাচন নিয়মরক্ষার নয়, এটি জনগণের প্রত্যাশা রক্ষার দায়িত্ব : ইসি সানাউল্লাহ

খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়: রশিদ খান

আকাশ স্পোর্টস ডেস্ক :  

বিভিন্ন দেশের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রমেই পড়ছে ক্রীড়াঙ্গনে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে চলছে এক অনিশ্চিত সময়। নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলবে না বলে জানিয়েছে বাংলাদেশ, আর এখনো চূড়ান্ত হয়নি পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি।

এই প্রেক্ষাপটে খেলার মাঠে রাজনীতির প্রভাব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান। ভারতের গণমাধ্যম স্পোর্টস তাক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয় এবং খেলাধুলার প্রকৃত সৌন্দর্য মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলায়।

রশিদ খান বলেন,’আমার মনে হয়, স্পোর্টিং মানসিকতা থাকা উচিত। প্রায়ই বলা হয় ক্রিকেট ও রাজনীতি একসঙ্গে মেশানো উচিত নয়। যদি না মেশানোই উচিত হয়, তাহলে সেটাই হওয়া দরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্বশীল মানুষ আছেন।’

তবে এ ধরনের সংবেদনশীল বিষয়ে মন্তব্য করতে তাঁর সীমাবদ্ধতার কথাও জানান আফগান অধিনায়ক। তাঁর ভাষায়, ‘এটি সরাসরি আমার দেশের বিষয় নয়। যদি আমার দেশ হতো, তাহলে হয়তো আমি ভিন্নভাবে কথা বলতে পারতাম।’

খেলাধুলার মাধ্যমে বিশ্বমঞ্চে আফগানিস্তানের পরিচিতি বহুগুণ বেড়েছে বলেও উল্লেখ করেন রশিদ খান। তাঁর মতে, আফগানিস্তানের জন্য খেলাধুলা এমন কিছু করেছে, যা অন্য কোনো মাধ্যম করতে পারেনি।

রশিদ বলেন,’আমরা সবসময় বলি, খেলাধুলা মানুষকে এক করে, দেশগুলোকে এক জায়গায় আনে। খেলাধুলার মজা এখানেই। আফগানিস্তানের জন্য খেলাধুলা যা করেছে, অন্য কিছু তা করতে পারত না।’

বিশ্বজুড়ে আফগানিস্তানের নাম ছড়িয়ে দেওয়ার পেছনে ক্রিকেটের বড় ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। রশিদের ভাষায়,’ক্রিকেটের কারণেই বিশ্বজুড়ে আমাদের দেশের নাম ছড়িয়েছে। পৃথিবীর যেখানেই যান, আফগানিস্তান বললেই মানুষ ক্রিকেট আর ক্রিকেটারদের কথা বলবে। খেলাধুলার সৌন্দর্য এখানেই। আমি এটা ভালোবাসি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়: রশিদ খান

আপডেট সময় ০৭:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :  

বিভিন্ন দেশের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রমেই পড়ছে ক্রীড়াঙ্গনে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে চলছে এক অনিশ্চিত সময়। নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলবে না বলে জানিয়েছে বাংলাদেশ, আর এখনো চূড়ান্ত হয়নি পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি।

এই প্রেক্ষাপটে খেলার মাঠে রাজনীতির প্রভাব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান। ভারতের গণমাধ্যম স্পোর্টস তাক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয় এবং খেলাধুলার প্রকৃত সৌন্দর্য মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলায়।

রশিদ খান বলেন,’আমার মনে হয়, স্পোর্টিং মানসিকতা থাকা উচিত। প্রায়ই বলা হয় ক্রিকেট ও রাজনীতি একসঙ্গে মেশানো উচিত নয়। যদি না মেশানোই উচিত হয়, তাহলে সেটাই হওয়া দরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্বশীল মানুষ আছেন।’

তবে এ ধরনের সংবেদনশীল বিষয়ে মন্তব্য করতে তাঁর সীমাবদ্ধতার কথাও জানান আফগান অধিনায়ক। তাঁর ভাষায়, ‘এটি সরাসরি আমার দেশের বিষয় নয়। যদি আমার দেশ হতো, তাহলে হয়তো আমি ভিন্নভাবে কথা বলতে পারতাম।’

খেলাধুলার মাধ্যমে বিশ্বমঞ্চে আফগানিস্তানের পরিচিতি বহুগুণ বেড়েছে বলেও উল্লেখ করেন রশিদ খান। তাঁর মতে, আফগানিস্তানের জন্য খেলাধুলা এমন কিছু করেছে, যা অন্য কোনো মাধ্যম করতে পারেনি।

রশিদ বলেন,’আমরা সবসময় বলি, খেলাধুলা মানুষকে এক করে, দেশগুলোকে এক জায়গায় আনে। খেলাধুলার মজা এখানেই। আফগানিস্তানের জন্য খেলাধুলা যা করেছে, অন্য কিছু তা করতে পারত না।’

বিশ্বজুড়ে আফগানিস্তানের নাম ছড়িয়ে দেওয়ার পেছনে ক্রিকেটের বড় ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। রশিদের ভাষায়,’ক্রিকেটের কারণেই বিশ্বজুড়ে আমাদের দেশের নাম ছড়িয়েছে। পৃথিবীর যেখানেই যান, আফগানিস্তান বললেই মানুষ ক্রিকেট আর ক্রিকেটারদের কথা বলবে। খেলাধুলার সৌন্দর্য এখানেই। আমি এটা ভালোবাসি।’