অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পৃথিবীর বিচিত্র মানুষের অদ্ভুত সব কাণ্ডকারখানার একটি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা হঠাৎ একদিন স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করে বললেন, ‘মানুষের মাংস খেতে আর ভালো লাগছে না’। অদ্ভুত হলেও ঘটনাটি সত্য। প্রমান স্বরুপ তিনি পুলিশের হাতে তুলে দিলেন মানুষের একটি হাত ও পা।
ঘটনার সঙ্গে জড়িত আরো তিন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুলিশ মনে করছে সে অঞ্চলের ধর্ষণ ও খুনের জন্য দায়ি এই চারজনের মধ্যে দুই জন। এক অপরাধীর বাড়িতে একটি বাটির মধ্যে আটটি মানুষের কান পাওয়া যায়। অন্য একজনের বাড়ি থেকে পাওয়া যায় মানব দেহের নানা অঙ্গ ও টিস্যু।
প্রথমিকভাবে পুলিশ মনে করছে, ওই চার যুবক একজন মহিলাকে হত্যা করে তার শরীর কেটে ফেলে। দেহের অঙ্গপ্রত্যঙ্গ রেখে দিয়ে কিছু অংশ তারা খায় বলেও মনে করছে পুলিশ। যে কথা স্বীকারও করেছে চার অপরাধীর একজন।
আকাশ নিউজ ডেস্ক 

























