ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ছেড়েছেন ২৯০ অস্ট্রেলিয়ান

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের ২৯০ জনের একটি দল দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীলঙ্কান একটি নন সিডিউল কমার্শিয়াল ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে উদ্দেশে ছেড়ে গেছেন।

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় জানানো হয়, ২৯০ জন অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে অস্ট্রেলিয়ায় ফিরতে সাহায্য করে। আজ সন্ধ্যায় তারা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

বাংলাদেশ ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ানদের বিদায় জানাতে শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরমি ব্রুয়ার।

এসব অস্ট্রেলিয়ানকে দেশের উদ্দেশে পাঠাতে পেরে হাইকমিশনার বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসমারিক বিমান মন্ত্রণালয় এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো ও বিমানবন্দরে কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

বার্তায় হাইকমিশনার বলেন, ‘এদের সবার সাহায্য ছাড়া এই ফ্লাইটি সম্ভব হত না।’

বার্তায় আরও জানানো হয়, করোনাবাইরাসে কারণে অস্ট্রেলিয়ার সরকার বিভিন্ন দেশ থেকে দশ হাজার নাগরিককে দেশে ফিরিয়ে নিতে সাহায্য করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ঢাকা ছেড়েছেন ২৯০ অস্ট্রেলিয়ান

আপডেট সময় ১০:৩৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের ২৯০ জনের একটি দল দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীলঙ্কান একটি নন সিডিউল কমার্শিয়াল ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে উদ্দেশে ছেড়ে গেছেন।

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় জানানো হয়, ২৯০ জন অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে অস্ট্রেলিয়ায় ফিরতে সাহায্য করে। আজ সন্ধ্যায় তারা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

বাংলাদেশ ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ানদের বিদায় জানাতে শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরমি ব্রুয়ার।

এসব অস্ট্রেলিয়ানকে দেশের উদ্দেশে পাঠাতে পেরে হাইকমিশনার বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসমারিক বিমান মন্ত্রণালয় এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো ও বিমানবন্দরে কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

বার্তায় হাইকমিশনার বলেন, ‘এদের সবার সাহায্য ছাড়া এই ফ্লাইটি সম্ভব হত না।’

বার্তায় আরও জানানো হয়, করোনাবাইরাসে কারণে অস্ট্রেলিয়ার সরকার বিভিন্ন দেশ থেকে দশ হাজার নাগরিককে দেশে ফিরিয়ে নিতে সাহায্য করেছে।