আকাশ জাতীয় ডেস্ক:
ক্রেতাদের কাছ থেকে নিত্যপ্রয়োজনী পণ্যের বাড়তি দাম নেয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বনানী কাঁচাবাজার এলাকায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটির নেতৃত্ব দেন করপোরেশনের নিরীক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম নেয়ায় বনানী কাঁচাবাজারের পাঁচ ব্যবসায়ীকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসি জানায়, জনগণকে ঘরে অবস্থান, সামাজিক দূরত্ব বজায় রাখা, কালোবাজারি, মজুদদারি ও অহেতুক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
এছাড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশে জনগণকে ঘরে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ডিএনসিসি, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে সমগ্র এলাকায় টহল অব্যাহত রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















