আকাশ স্পোর্টস ডেস্ক:
অনুশীলনে ডান হাতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। এতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার বিকল্প হিসেবে ডাকা হয়েছে লিটন দাসকে। তবে আশার বাণী শোনালেন সাকিব আল হাসান। বললেন, মুশফিক ভাই খেলবেন।
বুধবার অনুশীলনে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিক। পরে এক্স-রে করান। তাতে আঙুলের হাড়ে কোনো চিড় ধরা পড়েনি। এখন সামান্য ব্যথা আছে, ব্যান্ডেজও করা আছে। এ অবস্থাতেই বৃহস্পতিবার সকালে ব্যাট হাতে নিয়েছেন। প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করেছেন।
বিষয়টি স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে। এখন পর্যন্ত দলের ভাবনাতে আছেন তিনি। অর্থাৎ খেলবেন মিস্টার ডিপেন্ডেবল। তো শুধু ব্যাটসম্যান হিসেবে নাকি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে?
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিবের উদ্দেশে স্বাভাবিকভাবেই সাংবাদিকদের এ প্রশ্ন থাকল। বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, এখন পর্যন্ত যতটুকু জানি; মুশফিক ভাই খেলবেন এবং দুটিই করবেন।
তা হলে লিটন দলে কেন? পরক্ষণেই এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ; একইসঙ্গে মুশফিকের দুটি ‘সার্ভিস’ পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। তাই বিকল্প হিসেবে জরুরিভাবে ডেকে আনা হচ্ছে লিটনকে। সে বগুড়ায় বিসিএলে মধ্যাঞ্চলের হয়ে ম্যাচ খেলছিল। যদি মুশি ভাইয়ের ব্যথা বাড়ে, ফোলা থাকে, কোনো অসুবিধা হয়, তা হলে খেলতে পারে ও।
শেষ পর্যন্ত মুশফিক যদি কিপিং না-ই করতে পারেন, তবে লিটনকে কোথায় খেলানো হতে পারে? সেটিও ব্যাখ্যা করেছেন সাকিব, ওপেন করবে কারা-তা জানি। মুশফিক ভাই কিপিং করতে না পারলে লিটন করবে। তবে এ সম্ভাবনা খুবই ক্ষীণ।
আকাশ নিউজ ডেস্ক 

























