ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

ধারাবাহিকতার অভাবে ঢাকা টেস্টে বাদ ইমরুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইমরুল কায়েসের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কারোই প্রশ্ন নেই। তার বড় সমস্যা হলো ধারাবাহিকতার অভাব। সাম্প্রতিক পারফরম্যান্সই তা স্পষ্ট। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডেতে দুই সেঞ্চুরি মিলে ৩৪৯ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন ইমরুল।

ওয়ানডেতে দুর্দান্ত খেলা ইমরুল টেস্ট সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে কায়েসের সংগ্রহ (৫,৪৩,০ ও ৩) মাত্র ৫১ রান।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ৬৪ রানে জয় পেলেও ব্যাট হাতে ব্যর্থ ইমরুল। দুই ইনিংস মিলে এই ওপেনারের সংগ্রহ মাত্র ৪৬ রান। সবশেষ তিন টেস্টের ছয় ইনিংসে কায়েসের সংগ্রহ মাত্র ৯৭ রান।

টেস্টের সাদা পোশাকে অফ ফর্মে থাকা কায়েসকে তাই রাখা হয়নি মিরপুর টেস্টে। আগামী শুক্রবার উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট শুরু হবে।

সবশেষ চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে ঢাকা টেস্টে বাদ পড়েছেন ইমরুল কায়েস। বাকি ১৩ জন ক্রিকেটারকে নিয়ে ঢাকা টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

ঢাকা টেস্ট দল থেকে ইমরুলের বাদ পড়া প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘নির্বাচকদের কাছ থেকেই ১৩ জন দেয়া হয়েছে। যেহেতু আমরা ঘরের মাটিতে খেলছি, এ ক্ষেত্রে একজন বাইরের খেলোয়াড় থাকবে। এখানে একটি বিসিএল আছে। আমরা চাইছি যাদের খেলার সম্ভাবনা কম তারা যেন বিসিএলে খেলুক।’

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

ধারাবাহিকতার অভাবে ঢাকা টেস্টে বাদ ইমরুল

আপডেট সময় ০৯:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইমরুল কায়েসের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কারোই প্রশ্ন নেই। তার বড় সমস্যা হলো ধারাবাহিকতার অভাব। সাম্প্রতিক পারফরম্যান্সই তা স্পষ্ট। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডেতে দুই সেঞ্চুরি মিলে ৩৪৯ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন ইমরুল।

ওয়ানডেতে দুর্দান্ত খেলা ইমরুল টেস্ট সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে কায়েসের সংগ্রহ (৫,৪৩,০ ও ৩) মাত্র ৫১ রান।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ৬৪ রানে জয় পেলেও ব্যাট হাতে ব্যর্থ ইমরুল। দুই ইনিংস মিলে এই ওপেনারের সংগ্রহ মাত্র ৪৬ রান। সবশেষ তিন টেস্টের ছয় ইনিংসে কায়েসের সংগ্রহ মাত্র ৯৭ রান।

টেস্টের সাদা পোশাকে অফ ফর্মে থাকা কায়েসকে তাই রাখা হয়নি মিরপুর টেস্টে। আগামী শুক্রবার উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট শুরু হবে।

সবশেষ চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে ঢাকা টেস্টে বাদ পড়েছেন ইমরুল কায়েস। বাকি ১৩ জন ক্রিকেটারকে নিয়ে ঢাকা টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

ঢাকা টেস্ট দল থেকে ইমরুলের বাদ পড়া প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘নির্বাচকদের কাছ থেকেই ১৩ জন দেয়া হয়েছে। যেহেতু আমরা ঘরের মাটিতে খেলছি, এ ক্ষেত্রে একজন বাইরের খেলোয়াড় থাকবে। এখানে একটি বিসিএল আছে। আমরা চাইছি যাদের খেলার সম্ভাবনা কম তারা যেন বিসিএলে খেলুক।’

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।