অাকাশ জাতীয় ডেস্ক:
একাদশ সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে মনোনয়ন জমা দিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার বিকেল সাড়ে ৪টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর কাছে এই মনোনয়ন জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।
এর আগে রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রতিমন্ত্রী পলক।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাৎক্ষণিক ভি চিহ্ন দেখিয়ে বিপুল ভোটে নৌকার জয়যুক্ত করার জন্য সবার দোয়া কামনা করেন।
আকাশ নিউজ ডেস্ক 




















