ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

বিতর্কিত ছবি দহন নিয়ে প্রথম একসঙ্গে আসছেন মম ও পূজা

আকাশ বিনোদন ডেস্ক:

মুক্তি প্রতীক্ষিত ‘দহন’ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও পূজা চেরি।

তবে মুক্তির আগেই বেশ বিতর্কে পড়েছে ছবিটি। এ ছবিতে একটি গানে বেশ অশ্লীল ও শ্রুতিকটু শব্দ ব্যবহার করা হয়েছে।

এরই মধ্যে দেশের প্রতিষ্ঠিত ও গুণী বেশ কয়েকজন সঙ্গীতজ্ঞ এ গানের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে বরাবরই জোর গলায় বলা হচ্ছে, গানটি দৃশ্যায়নের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে।

অভিযোগকারীদের বক্তব্য, ‘দৃশ্যায়নের প্রয়োজনে অশ্লীল ও শ্রুতিকটু শব্দ ছাড়াও গান তৈরি করা যায়। এটা ইচ্ছা করেই গান এবং সিনেমা শিল্পকে নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে।’ এসব বিতর্কের মধ্যেই ৩০ নভেম্বর ছবিটি মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। ছবিতে মমকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে।

যদিও এ চরিত্রে অভিনয় করার জন্য আগে আজমেরী হক বাঁধনকে নির্বাচন করা হয়েছিল। বাঁধন শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নিলে মম যোগ দেন টিমের সঙ্গে।

ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘চরিত্রটি আমার কাছে বেশ ভালো লেগেছে বলেই অভিনয় করেছি। এর বেশি কিছু নয়।’

পূজা চেরি প্রসঙ্গে মম বলেন, ‘চোখের সামনেই দেখেছি পূজা শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছে। এ ছবিতে অসাধারণ অভিনয় করেছে সে। একসঙ্গে কাজ করতে গিয়েও আমাদের সুন্দর একটা সম্পর্কও হয়েছে।’ পূজা চেরি বলেন, ‘মম আপু খুব ভালো একজন অভিনেত্রী- এটা সবাই জানেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন খুব ভালো মনের মানুষ। তার সঙ্গে কাজ করে এটা বুঝতে পেরেছি। তিনি আমাকে খুব সহজেই আপন করে নিয়েছেন। তাছাড়া ছবিটিও দর্শক দেখে পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্কিত ছবি দহন নিয়ে প্রথম একসঙ্গে আসছেন মম ও পূজা

আপডেট সময় ১০:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

মুক্তি প্রতীক্ষিত ‘দহন’ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও পূজা চেরি।

তবে মুক্তির আগেই বেশ বিতর্কে পড়েছে ছবিটি। এ ছবিতে একটি গানে বেশ অশ্লীল ও শ্রুতিকটু শব্দ ব্যবহার করা হয়েছে।

এরই মধ্যে দেশের প্রতিষ্ঠিত ও গুণী বেশ কয়েকজন সঙ্গীতজ্ঞ এ গানের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে বরাবরই জোর গলায় বলা হচ্ছে, গানটি দৃশ্যায়নের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে।

অভিযোগকারীদের বক্তব্য, ‘দৃশ্যায়নের প্রয়োজনে অশ্লীল ও শ্রুতিকটু শব্দ ছাড়াও গান তৈরি করা যায়। এটা ইচ্ছা করেই গান এবং সিনেমা শিল্পকে নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে।’ এসব বিতর্কের মধ্যেই ৩০ নভেম্বর ছবিটি মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। ছবিতে মমকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে।

যদিও এ চরিত্রে অভিনয় করার জন্য আগে আজমেরী হক বাঁধনকে নির্বাচন করা হয়েছিল। বাঁধন শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নিলে মম যোগ দেন টিমের সঙ্গে।

ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘চরিত্রটি আমার কাছে বেশ ভালো লেগেছে বলেই অভিনয় করেছি। এর বেশি কিছু নয়।’

পূজা চেরি প্রসঙ্গে মম বলেন, ‘চোখের সামনেই দেখেছি পূজা শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছে। এ ছবিতে অসাধারণ অভিনয় করেছে সে। একসঙ্গে কাজ করতে গিয়েও আমাদের সুন্দর একটা সম্পর্কও হয়েছে।’ পূজা চেরি বলেন, ‘মম আপু খুব ভালো একজন অভিনেত্রী- এটা সবাই জানেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন খুব ভালো মনের মানুষ। তার সঙ্গে কাজ করে এটা বুঝতে পেরেছি। তিনি আমাকে খুব সহজেই আপন করে নিয়েছেন। তাছাড়া ছবিটিও দর্শক দেখে পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’