আকাশ আইসিটি ডেস্ক:
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের মূল্য এক ট্রিলিয়ন ডলার কোম্পানি থেকে নিচে নেমে এসেছে।
রোববার কোম্পানির শেয়ার ৭ শতাংশ পড়ে গেলে সাময়িকভাবে মূল্য কমে ১ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে যায়।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, চলতি বছর আয় বাড়াতে অ্যাপল ফোনের দাম বাড়িয়ে দেয়। আর এতে গত তিন মাসে বিক্রি খুব বেশি না বাড়লেও ভালো মুনাফা পেয়েছে প্রতিষ্ঠানটি।
গত বছরের একই প্রান্তিকের (তৃতীয় প্রান্তিক) চেয়ে অ্যাপলের আয় বেড়েছে ২০ শতাংশ বা ৬২ দশমিক ৯ বিলিয়ন ডলার। আর মুনাফা করেছে ১৪ দশমিক ১ বিলিয়ন ডলার।
গত বছর জুলাই আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসে ৪ কোটি ৬৭ লাখ আইফোন বিক্রি হয়। আর এ বছর একই সময় অ্যাপলের ৪ কোটি ৬৯ লাখ আইফোন বিক্রি হয়েছে যা গত বছরের তুলনায় কিছু বেশি।
চলতি বছরের সেপ্টেম্বরে অ্যাপলের আর্থিক মূল্য দাঁড়ায় ১ ট্রিলিয়ন ডলার। ফলে প্রথম কোনো পাবলিক কোম্পানি হিসেবে ট্রিলিয়ন ডলারের খাতায় নাম লেখায় প্রতিষ্ঠানটি।
আকাশ নিউজ ডেস্ক 
























