ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

পরাজয়ের টেস্টে নজর কেড়েছেন তাইজুল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সিলেটের ঐতিহাসিক অভিষেক টেস্ট ম্যাচটি স্মরণীয় করতে পারেনি বাংলাদেশ দল। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষে ১৫১ রানে পরাজিত বাংলাদেশ। ঘরের মাঠে লজ্জাজনকভাবে হেরে গেলেও এই টেস্টে কিছু প্রাপ্তি হয়েছে বাংলাদেশের। নজর কেড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। অভিষেক টেস্ট খেলতে নেমে আলো ছড়িয়েছেন আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু।

বল হাতে উজ্জ্বল তাইজুল

সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের সময়ে টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিতি লাভ করেন মুমিনুল হক সৌরভ ও তাইজুল ইসলাম। নিজের সেরা ফরমেটে সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না মুমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটসম্যানরা হতাশ করলেও নজর কেড়েছেন তাইজুল ইসলাম।

এই বাঁ-হাতি স্পিনার প্রতিপক্ষের ২০ উইকেটের মধ্যে একাই শিকার করেছেন ১১ উইকেট। সিলেট টেস্টে তা্নিই সেরা বোলার। এছাড়া ৬ উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

তাইজুলের সঙ্গে তাল মিলিয়ে মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপুরা শিকার করেছেন ৮ উইকেট। সিলেটে নিজের অভিষেক টেস্টে দুই ইনিংস মিলে ৪ উইকেট নেন ‘নাগিনি’ ড্যান্সে বিখ্যাত হওয়া অপু।

তবে সিলেটে দুই ইনিংসে ১১ উইকেট শিকারের মধ্য দিয়ে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যান তাইজুল। ৩৬ টেস্টে মাশরাফির শিকার করেন ৭৮ উইকেট। তার চেয়ে ১৬ টেস্ট কম খেলে ৮০ উইকেট শিকার করেন তাইজুল।

ব্যাট হাতে আরিফুল

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঐতিহাসিক অভিষেক টেস্টের মধ্য দিয়ে অভিষেক হয় আরিফুল হকের। দেশের ৮৯তম ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান তিনি। তার অভিষেক টেস্টে ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে ব্যতিক্রম ছিলেন আরিফুল। দুই ইনিংস মিলে দেশের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন তিনি। সিলেট টেস্টে ১০৮ রান করে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে জিম্বাবুয়ের শেন উইলিয়ামস। ১০০ রান করে দুইয়ে মাসাকাদজা। তিনে আরিফুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

পরাজয়ের টেস্টে নজর কেড়েছেন তাইজুল

আপডেট সময় ১০:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সিলেটের ঐতিহাসিক অভিষেক টেস্ট ম্যাচটি স্মরণীয় করতে পারেনি বাংলাদেশ দল। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষে ১৫১ রানে পরাজিত বাংলাদেশ। ঘরের মাঠে লজ্জাজনকভাবে হেরে গেলেও এই টেস্টে কিছু প্রাপ্তি হয়েছে বাংলাদেশের। নজর কেড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। অভিষেক টেস্ট খেলতে নেমে আলো ছড়িয়েছেন আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু।

বল হাতে উজ্জ্বল তাইজুল

সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের সময়ে টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিতি লাভ করেন মুমিনুল হক সৌরভ ও তাইজুল ইসলাম। নিজের সেরা ফরমেটে সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না মুমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটসম্যানরা হতাশ করলেও নজর কেড়েছেন তাইজুল ইসলাম।

এই বাঁ-হাতি স্পিনার প্রতিপক্ষের ২০ উইকেটের মধ্যে একাই শিকার করেছেন ১১ উইকেট। সিলেট টেস্টে তা্নিই সেরা বোলার। এছাড়া ৬ উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

তাইজুলের সঙ্গে তাল মিলিয়ে মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপুরা শিকার করেছেন ৮ উইকেট। সিলেটে নিজের অভিষেক টেস্টে দুই ইনিংস মিলে ৪ উইকেট নেন ‘নাগিনি’ ড্যান্সে বিখ্যাত হওয়া অপু।

তবে সিলেটে দুই ইনিংসে ১১ উইকেট শিকারের মধ্য দিয়ে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যান তাইজুল। ৩৬ টেস্টে মাশরাফির শিকার করেন ৭৮ উইকেট। তার চেয়ে ১৬ টেস্ট কম খেলে ৮০ উইকেট শিকার করেন তাইজুল।

ব্যাট হাতে আরিফুল

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঐতিহাসিক অভিষেক টেস্টের মধ্য দিয়ে অভিষেক হয় আরিফুল হকের। দেশের ৮৯তম ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান তিনি। তার অভিষেক টেস্টে ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে ব্যতিক্রম ছিলেন আরিফুল। দুই ইনিংস মিলে দেশের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন তিনি। সিলেট টেস্টে ১০৮ রান করে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে জিম্বাবুয়ের শেন উইলিয়ামস। ১০০ রান করে দুইয়ে মাসাকাদজা। তিনে আরিফুল।