ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

৩১ বছর পর ইংলিশদের স্পেন জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে খেলা যে অঘটন ছিল না- তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইংল্যান্ড। উয়েফা নেশন্স লিগে স্পেনদুর্গে তাদেরই ৩-২ গোলে হারিয়েছেন থ্রি লায়ন্সরা। এ নিয়ে ৩১ বছর পর স্পেন জয় করলেন তারা। লা ফুরিয়া রোজাদের মাটিতে তাদের সবশেষ জয় ছিল ১৯৮৭ সালে।

মঙ্গলবার সকালে সেভিয়ায় দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। ১৬ মিনিটেই দলকে লিড এনে দেন রাহিম স্টার্লিং। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে তিন বছরের গোলখরা কাটান তিনি। সবশেষ ২০১৫ সালের অক্টোবরে গোল পান এ ফরোয়ার্ড।

এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেন ইংলিশরা। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ২৯ মিনিটে নিশানাভেদ করেন মার্কাস রাশফোর্ড। ৩৮ মিনিটে নিজের জোড়া গোল করেন স্টার্লিং। কার্যত এখানেই জয় নিশ্চিত করে ফেলে গ্যারেথ সাউথগেটের দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে অনেকটা আয়েশি মেজাজে খেলে ইংল্যান্ড। এ সুযোগে ৫৮ মিনিটে ব্যবধান কমান পাসো এলেসার। এর পর হন্য হয়ে জাল খুঁজে স্পেন। এদিকে পুরোপুরি রক্ষণে মনোযোগ দেন বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। সেই রক্ষণপ্রাচীর ডিঙাতে ঘাম ঝরে যায় লুইস এনরিক শিষ্যদের। নির্ধারিত সময় পর্যন্ত জালে বল জড়াতে পারেননি তারা। ইনজুরি টাইমের শেষ মিনিটে ঠিকানায় বল পাঠান সার্জিও রামোস। তাতে হারের ব্যবধানই কেবল কমেছে।

এ নিয়ে ১৫ বছর পর ঘরের মাঠে হারল স্পেন। ২০০৩ সালে গ্রিসের বিপক্ষে হারের পর টানা ৩৮ ম্যাচ অপরাজিত ছিলেন স্প্যানিশরা। তাদের এ হারে ৩১ বছর পর স্পেনের মাঠে প্রথম জয় পেল ইংল্যান্ড। একই সঙ্গে গেল মাসে হোমগ্রাউন্ডে লা রোজাদের বিপক্ষে হারের মধুর প্রতিশোধ নিলেন সাউথগেটের শিষ্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

৩১ বছর পর ইংলিশদের স্পেন জয়

আপডেট সময় ০২:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে খেলা যে অঘটন ছিল না- তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইংল্যান্ড। উয়েফা নেশন্স লিগে স্পেনদুর্গে তাদেরই ৩-২ গোলে হারিয়েছেন থ্রি লায়ন্সরা। এ নিয়ে ৩১ বছর পর স্পেন জয় করলেন তারা। লা ফুরিয়া রোজাদের মাটিতে তাদের সবশেষ জয় ছিল ১৯৮৭ সালে।

মঙ্গলবার সকালে সেভিয়ায় দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। ১৬ মিনিটেই দলকে লিড এনে দেন রাহিম স্টার্লিং। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে তিন বছরের গোলখরা কাটান তিনি। সবশেষ ২০১৫ সালের অক্টোবরে গোল পান এ ফরোয়ার্ড।

এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেন ইংলিশরা। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ২৯ মিনিটে নিশানাভেদ করেন মার্কাস রাশফোর্ড। ৩৮ মিনিটে নিজের জোড়া গোল করেন স্টার্লিং। কার্যত এখানেই জয় নিশ্চিত করে ফেলে গ্যারেথ সাউথগেটের দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে অনেকটা আয়েশি মেজাজে খেলে ইংল্যান্ড। এ সুযোগে ৫৮ মিনিটে ব্যবধান কমান পাসো এলেসার। এর পর হন্য হয়ে জাল খুঁজে স্পেন। এদিকে পুরোপুরি রক্ষণে মনোযোগ দেন বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। সেই রক্ষণপ্রাচীর ডিঙাতে ঘাম ঝরে যায় লুইস এনরিক শিষ্যদের। নির্ধারিত সময় পর্যন্ত জালে বল জড়াতে পারেননি তারা। ইনজুরি টাইমের শেষ মিনিটে ঠিকানায় বল পাঠান সার্জিও রামোস। তাতে হারের ব্যবধানই কেবল কমেছে।

এ নিয়ে ১৫ বছর পর ঘরের মাঠে হারল স্পেন। ২০০৩ সালে গ্রিসের বিপক্ষে হারের পর টানা ৩৮ ম্যাচ অপরাজিত ছিলেন স্প্যানিশরা। তাদের এ হারে ৩১ বছর পর স্পেনের মাঠে প্রথম জয় পেল ইংল্যান্ড। একই সঙ্গে গেল মাসে হোমগ্রাউন্ডে লা রোজাদের বিপক্ষে হারের মধুর প্রতিশোধ নিলেন সাউথগেটের শিষ্যরা।