ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

কাভানির সঙ্গে খেলতে চান না নেইমার-এমবাপ্পে!

আকাশ স্পোর্টস ডেস্ক:

রীতিমতো পেখম মেলে উড়ছে পিএসজি। টানা ৯ জয়ে ফরাসি লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে দলটি। নেপথ্য কারিগর আক্রমণ ত্রয়ী- নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানি।

তবে ফ্রান্সের একটি পত্রিকা যে খবর দিল তা মোটেও দ্য পারিসিয়ানদের জন্য সুখকর নয়। পত্রিকাটির ভাষ্যমতে, ভেতরে ভেতরে তাদের সুখের ঘরে দুঃখের আগুন লেগেছে।

একদিকে জোট বেঁধেছে নেইমার-এমবাপ্পে, অন্যদিকে একা কাভানি। প্রথম দুজন খেলতে চান অন্যজনের সঙ্গে।

নেপথ্যে যুক্তিও তুলে ধরেছে ‘এল ইকুয়েপ’। চলতি মৌসুমে একটি পরিসংখ্যান তুলে ধরে তা প্রমাণ করে ছেড়েছে সংবাদমাধ্যমটি।

এবার এখন পর্যন্ত নেইমারপ্রতি ২০০ বলে কাভানিকে পাস দিয়েছেন মাত্র একটি। শতকরা হিসেবে যা শূন্য দশমিক ৫ শতাংশ। আর উরুগুইয়ান স্ট্রাইকারকে এমবাপ্পে পাস দিয়েছেন ৫ শতাংশ।

সেখানে নেইমার-এমবাপ্পের যুগলবন্দিটা জমেছে দারুণ। এমবাপ্পেকে ২৫ শতাংশ পাস দিয়েছেন নেইমার। আর ফরাসি ‘বন্ধুর’ কাছ থেকে ৩১ শতাংশ পাস পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

তা সত্ত্বেও গোল পাওয়ার দিক দিয়ে পিছিয়ে নেই কাভানি। ছয় ম্যাচে ৫ গোল করেছেন তিনি। আট ম্যাচে আটবার নিশানাভেদ করেছেন নেইমার। আর পাঁচ ম্যাচে আটবার ঠিকানায় বল পাঠিয়েছেন এমবাপ্পে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

কাভানির সঙ্গে খেলতে চান না নেইমার-এমবাপ্পে!

আপডেট সময় ১২:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

রীতিমতো পেখম মেলে উড়ছে পিএসজি। টানা ৯ জয়ে ফরাসি লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে দলটি। নেপথ্য কারিগর আক্রমণ ত্রয়ী- নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানি।

তবে ফ্রান্সের একটি পত্রিকা যে খবর দিল তা মোটেও দ্য পারিসিয়ানদের জন্য সুখকর নয়। পত্রিকাটির ভাষ্যমতে, ভেতরে ভেতরে তাদের সুখের ঘরে দুঃখের আগুন লেগেছে।

একদিকে জোট বেঁধেছে নেইমার-এমবাপ্পে, অন্যদিকে একা কাভানি। প্রথম দুজন খেলতে চান অন্যজনের সঙ্গে।

নেপথ্যে যুক্তিও তুলে ধরেছে ‘এল ইকুয়েপ’। চলতি মৌসুমে একটি পরিসংখ্যান তুলে ধরে তা প্রমাণ করে ছেড়েছে সংবাদমাধ্যমটি।

এবার এখন পর্যন্ত নেইমারপ্রতি ২০০ বলে কাভানিকে পাস দিয়েছেন মাত্র একটি। শতকরা হিসেবে যা শূন্য দশমিক ৫ শতাংশ। আর উরুগুইয়ান স্ট্রাইকারকে এমবাপ্পে পাস দিয়েছেন ৫ শতাংশ।

সেখানে নেইমার-এমবাপ্পের যুগলবন্দিটা জমেছে দারুণ। এমবাপ্পেকে ২৫ শতাংশ পাস দিয়েছেন নেইমার। আর ফরাসি ‘বন্ধুর’ কাছ থেকে ৩১ শতাংশ পাস পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

তা সত্ত্বেও গোল পাওয়ার দিক দিয়ে পিছিয়ে নেই কাভানি। ছয় ম্যাচে ৫ গোল করেছেন তিনি। আট ম্যাচে আটবার নিশানাভেদ করেছেন নেইমার। আর পাঁচ ম্যাচে আটবার ঠিকানায় বল পাঠিয়েছেন এমবাপ্পে।