অাকাশ জাতীয় ডেস্ক:
স্পেনের কোস্টগার্ড উত্তর আফ্রিকার দেশ মরক্কো থেকে আগত ৬০০ শরণার্থীকে উদ্ধার করেছে। স্পেনে আগত শরণার্থীর ঢল ক্রমেই বাড়ছে। গ্রিসের চেয়েও দেশটিতে এখন বেশি শরণার্থী আসছে।
প্যাডেলবোট ও জেট স্কিসহ মোট ১৫টি নৌযানে আগত এসব শরণার্থীর মধ্যে ৩৫টি শিশু ছিল। গত ২৪ ঘণ্টায় স্পেনের কোস্টগার্ড মরক্কো থেকে আগত ৬০০ শরণার্থীকে উদ্ধার করেছে।
জাতিসংঘের হিসাব মতে এ বছর স্পেনে নয় হাজারের বেশি শরণার্থী পৌঁছেছে। যা গত বছরের চেয়ে তিন গুণ বেশি। স্পেনে পৌঁছাতে গিয়ে সাগরে ডুবে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সূত্র : বিবিসি
আকাশ নিউজ ডেস্ক 
























