ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

নাঈমের সেঞ্চুরি, ৫ রানের আক্ষেপ মাহমুদের

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম ইনিংসে ভালো খেলেও ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। তবে দ্বিতীয় ইনিংসে আর হতাশ হতে হয়নি রংপুরের ব্যাটিং ভরসা নাঈম ইসলামকে। ১৬২ বলে ১০ চার ও এক ছক্কায় করেছেন অপরাজিত ১০০ রান।

বৃহস্পতিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শেষ দিনে নাঈম ইসলাম আক্ষেপ ঘোচালেও হতাশ হয়েই মাঠ ছেড়েছেন বরিশালের টপঅর্ডার ব্যাটসম্যান ফজলে মাহমুদ। দুর্দান্ত খেলা সত্ত্বেও মাত্র ৫ রানের জন্য ডাবল সেঞ্চুরির দেখা পাননি।

মাহমুদুল হাসানের শিকারে পরিণত হওয়ার আগে ৪২৪ বল খেলে ১৮টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১৯৫ রান করেন ফজলে মাহমুদ। তার বিদায়ে ৪৫৮ রানে থেমে যায় বরিশাল। দলের হয়ে এছাড়া ১২৮ রান করেন অলরাউন্ডার সোহাগ গাজী।

৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওনেপারের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় রংপুর। ১২ রানে ২ উইকেট পড়ে গেলে দলের হাল ধরেন মাহমুদুল হাসান ও নাঈম ইসলাম। এই জুটিতে তারা অবিচ্ছিন্ন ১৫২ রানের জুটি গড়েন। দিন শেষে ১৬২ বলে ১০ চার ও এক ছক্কায় ১০০ রান করেন নাঈম ইসলাম। এছাড়া ৫৩ রানে অরাজিত থাকেন মাহমুদুল হাসান।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর বিভাগ-বরিশাল বিভাগ

রংপুর ১ম ইনিংস: ৫০২/১০ (আরিফুল ২৩১, নাঈম ইসলাম ৯২, জাহিদ জাবেদ ৬২; মনির ৩/১২৮, সোহাগ গাজী ৩/১৪২)। এবং দ্বিতীয় ইনিংস: ১৬৪/২ (নাঈম ইসলাম ১০০*, মাহমুদুল ৫৩*)।

বরিশাল ১ম ইনিংস: ৪৫৮/১০ (ফজলে মাহমুদ ১৯৫, সোহাগ গাজী ১২৮, রাফসান ৫৯; মাহমুদুল ৪/৭১)।

ফল: ম্যাচ ড্র

ম্যাচ সেরা: আরিফুল হক (রংপুর, ২৩১ রান)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাঈমের সেঞ্চুরি, ৫ রানের আক্ষেপ মাহমুদের

আপডেট সময় ০৯:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম ইনিংসে ভালো খেলেও ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। তবে দ্বিতীয় ইনিংসে আর হতাশ হতে হয়নি রংপুরের ব্যাটিং ভরসা নাঈম ইসলামকে। ১৬২ বলে ১০ চার ও এক ছক্কায় করেছেন অপরাজিত ১০০ রান।

বৃহস্পতিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শেষ দিনে নাঈম ইসলাম আক্ষেপ ঘোচালেও হতাশ হয়েই মাঠ ছেড়েছেন বরিশালের টপঅর্ডার ব্যাটসম্যান ফজলে মাহমুদ। দুর্দান্ত খেলা সত্ত্বেও মাত্র ৫ রানের জন্য ডাবল সেঞ্চুরির দেখা পাননি।

মাহমুদুল হাসানের শিকারে পরিণত হওয়ার আগে ৪২৪ বল খেলে ১৮টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১৯৫ রান করেন ফজলে মাহমুদ। তার বিদায়ে ৪৫৮ রানে থেমে যায় বরিশাল। দলের হয়ে এছাড়া ১২৮ রান করেন অলরাউন্ডার সোহাগ গাজী।

৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওনেপারের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় রংপুর। ১২ রানে ২ উইকেট পড়ে গেলে দলের হাল ধরেন মাহমুদুল হাসান ও নাঈম ইসলাম। এই জুটিতে তারা অবিচ্ছিন্ন ১৫২ রানের জুটি গড়েন। দিন শেষে ১৬২ বলে ১০ চার ও এক ছক্কায় ১০০ রান করেন নাঈম ইসলাম। এছাড়া ৫৩ রানে অরাজিত থাকেন মাহমুদুল হাসান।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর বিভাগ-বরিশাল বিভাগ

রংপুর ১ম ইনিংস: ৫০২/১০ (আরিফুল ২৩১, নাঈম ইসলাম ৯২, জাহিদ জাবেদ ৬২; মনির ৩/১২৮, সোহাগ গাজী ৩/১৪২)। এবং দ্বিতীয় ইনিংস: ১৬৪/২ (নাঈম ইসলাম ১০০*, মাহমুদুল ৫৩*)।

বরিশাল ১ম ইনিংস: ৪৫৮/১০ (ফজলে মাহমুদ ১৯৫, সোহাগ গাজী ১২৮, রাফসান ৫৯; মাহমুদুল ৪/৭১)।

ফল: ম্যাচ ড্র

ম্যাচ সেরা: আরিফুল হক (রংপুর, ২৩১ রান)