আকাশ স্পোর্টস ডেস্ক:
প্রথম ইনিংসে ভালো খেলেও ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। তবে দ্বিতীয় ইনিংসে আর হতাশ হতে হয়নি রংপুরের ব্যাটিং ভরসা নাঈম ইসলামকে। ১৬২ বলে ১০ চার ও এক ছক্কায় করেছেন অপরাজিত ১০০ রান।
বৃহস্পতিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শেষ দিনে নাঈম ইসলাম আক্ষেপ ঘোচালেও হতাশ হয়েই মাঠ ছেড়েছেন বরিশালের টপঅর্ডার ব্যাটসম্যান ফজলে মাহমুদ। দুর্দান্ত খেলা সত্ত্বেও মাত্র ৫ রানের জন্য ডাবল সেঞ্চুরির দেখা পাননি।
মাহমুদুল হাসানের শিকারে পরিণত হওয়ার আগে ৪২৪ বল খেলে ১৮টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১৯৫ রান করেন ফজলে মাহমুদ। তার বিদায়ে ৪৫৮ রানে থেমে যায় বরিশাল। দলের হয়ে এছাড়া ১২৮ রান করেন অলরাউন্ডার সোহাগ গাজী।
৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওনেপারের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় রংপুর। ১২ রানে ২ উইকেট পড়ে গেলে দলের হাল ধরেন মাহমুদুল হাসান ও নাঈম ইসলাম। এই জুটিতে তারা অবিচ্ছিন্ন ১৫২ রানের জুটি গড়েন। দিন শেষে ১৬২ বলে ১০ চার ও এক ছক্কায় ১০০ রান করেন নাঈম ইসলাম। এছাড়া ৫৩ রানে অরাজিত থাকেন মাহমুদুল হাসান।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর বিভাগ-বরিশাল বিভাগ
রংপুর ১ম ইনিংস: ৫০২/১০ (আরিফুল ২৩১, নাঈম ইসলাম ৯২, জাহিদ জাবেদ ৬২; মনির ৩/১২৮, সোহাগ গাজী ৩/১৪২)। এবং দ্বিতীয় ইনিংস: ১৬৪/২ (নাঈম ইসলাম ১০০*, মাহমুদুল ৫৩*)।
বরিশাল ১ম ইনিংস: ৪৫৮/১০ (ফজলে মাহমুদ ১৯৫, সোহাগ গাজী ১২৮, রাফসান ৫৯; মাহমুদুল ৪/৭১)।
ফল: ম্যাচ ড্র
ম্যাচ সেরা: আরিফুল হক (রংপুর, ২৩১ রান)
আকাশ নিউজ ডেস্ক 























