অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
প্রায় মাসখানিক আগে ভারতের মুজফফরপুরের হোম কাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা দেশ। হোমের ৪০ জন নাবালিকা যৌন নির্যাতনের শিকার হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পরবর্তীতে মেডিকেল টেস্টে প্রত্যেককে ধর্ষণ করা হয়েছে বলে প্রমাণিত হয়েছিল।
এছাড়া হোমের এক নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয় বলে সিবিআই তদন্তে উঠে আসে। এবার সেই হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে থেকে কঙ্কাল উদ্ধার করেছে সিবিআই।
মুজফফরপুরের সিকন্দরপুর এলাকা থেকে উদ্ধার হয়েছে কঙ্কালটি। তদন্তকারী অফিসারদের অনুমান, কঙ্কালটি হোমের এক নিহত সেই নাবালিকার। কঙ্কালটি উদ্ধার করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























