অাকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ আইনটি সংশোধনের দাবি জানিয়েছেন জয়পুরহাটের পরিবহন শ্রমিকরা। এ আইনে পরিবহন শ্রমিকদের অবদানকে অস্বীকার করে তাদের পেশাকে আরও ঝুঁকিপূর্র্ণ ও খাটো করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করে পরিবহন শ্রমিকরা। পরে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক, ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে নিজ নিজ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হোসেনের কাছে স্মারকলিপি দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। এসময় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোশাররফ, শ্রমিক নেতা আবু তাহের তারা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া ওই স্মারকলিপিতে উল্লেখিত আইনের সংশোধনীতে জামিন, ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা জরিমানা, দুর্ঘটনা তদন্তে শ্রমিক ও মালিক প্রতিনিধি, সড়কে কাগজপত্র চেকিং এর নামে পুলিশি হয়রানি বন্ধসহ ৮ দফার দাবি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























