ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

ফরিদপুরে অন্ধকার কক্ষে ৩ দিন ধরে শিকলবন্দি যুবক

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর শহরের আলীপুর মহল্লার ‘শাপলা ভবন’ নামের তিনতলা ফ্লাটবাসার নীচতলার এক রুম থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকালে কোতয়ালী থানা পুলিশ মাহফুজুর রহমান তুষার নামের ওই যুবককে উদ্ধার করে। এ ঘটনার পর রুমের ভাড়াটিয়া পলাতক রয়েছে।

পুলিশ জানায়, আলীপুর মহল্লার জনৈক আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া মিথুন বিশ্বাসের রুমে এক যুবককে শিকল দিয়ে হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় বাড়ির ভাড়াটিয়া মিথুন বিশ্বাস বাড়িতে ছিলেন না। পরে পুলিশ বাড়ির মালিকের সহায়তায় রুমের তালা ভেঙে শিকল দিয়ে বাঁধা মুমুর্ষ অবস্থায় তুষারকে উদ্ধার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তুষার জানান, সে মেহেরপুর জেলায় একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলার খারিকুল্লাহ গ্রামে। ফরিদপুর সেলস অফিসের ম্যানেজার মিথুন বিশ্বাস ও তার লোকজন তুষারকে গত শুক্রবার মেহেরপুর থেকে ধরে নিয়ে আসে। এরপর মোবাইলফোনটি কেড়ে নিয়ে তাকে শিকল দিয়ে হাত-পা বেঁধে একটি রুমে আটকে রাখে।

তিনি জানান, আটকে রাখার পর দুইদিন তাকে কোনো খাবার দেয়া হয়নি। বেশ কয়েকবার মারধোর করা হয়েছে। রোববার ভোরেও তাকে মারধোর করে পরিবারের নিকট থেকে টাকা এনে দেবার কথা বলা হয়।

তুষার আরও জানান, মারধোর করার পর তার কাছে তিন লাখ টাকা চায় মিথুন বিশ্বাস। টাকা না দিলে তাকে মেরে নদীতে ফেলে দেবার হুমকি দেয়া হয়। তুষারের দাবি, তাকে আটকে রেখে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি তার বাড়ির পেছনে গেলে রান্নাঘরে শিকলবন্দি অবস্থায় থাকা এক যুবক তাকে বাঁচানোর আকুতি জানায়। এরপর তিনি পরিচিত এক সাংবাদিককে ফোন করে ঘটনাটি জানান।

বাড়ির মালিক আনোয়ার হোসেন জানান, মিথুন বিশ্বাস এ মাসে তার বাড়ি ভাড়া নেয়। বাড়িতে সে বর্তমানে একাই বসবাস করতো। পরিবার নিয়ে আসার কথা ছিল আগামী মাসের প্রথম সপ্তাহে। যুবককে তালাবদ্ধ ঘরে শিকল দিয়ে বেঁধে রাখার বিষয়টি তিনি জানেন না বলে পুলিশকে জানিয়েছেন।

কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম জানান, স্থানীয়রা সংবাদ দিলে পুলিশ শিকলবন্দি অবস্থায় তুষারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সঙ্গে জড়িত মিথুন বিশ্বাসসহ জড়িতদের আটকের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই কোম্পানির ফরিদপুর সেলস অফিসের ম্যানেজার রনি পারভেজকে থানায় নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

ফরিদপুরে অন্ধকার কক্ষে ৩ দিন ধরে শিকলবন্দি যুবক

আপডেট সময় ০৯:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর শহরের আলীপুর মহল্লার ‘শাপলা ভবন’ নামের তিনতলা ফ্লাটবাসার নীচতলার এক রুম থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকালে কোতয়ালী থানা পুলিশ মাহফুজুর রহমান তুষার নামের ওই যুবককে উদ্ধার করে। এ ঘটনার পর রুমের ভাড়াটিয়া পলাতক রয়েছে।

পুলিশ জানায়, আলীপুর মহল্লার জনৈক আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া মিথুন বিশ্বাসের রুমে এক যুবককে শিকল দিয়ে হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় বাড়ির ভাড়াটিয়া মিথুন বিশ্বাস বাড়িতে ছিলেন না। পরে পুলিশ বাড়ির মালিকের সহায়তায় রুমের তালা ভেঙে শিকল দিয়ে বাঁধা মুমুর্ষ অবস্থায় তুষারকে উদ্ধার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তুষার জানান, সে মেহেরপুর জেলায় একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলার খারিকুল্লাহ গ্রামে। ফরিদপুর সেলস অফিসের ম্যানেজার মিথুন বিশ্বাস ও তার লোকজন তুষারকে গত শুক্রবার মেহেরপুর থেকে ধরে নিয়ে আসে। এরপর মোবাইলফোনটি কেড়ে নিয়ে তাকে শিকল দিয়ে হাত-পা বেঁধে একটি রুমে আটকে রাখে।

তিনি জানান, আটকে রাখার পর দুইদিন তাকে কোনো খাবার দেয়া হয়নি। বেশ কয়েকবার মারধোর করা হয়েছে। রোববার ভোরেও তাকে মারধোর করে পরিবারের নিকট থেকে টাকা এনে দেবার কথা বলা হয়।

তুষার আরও জানান, মারধোর করার পর তার কাছে তিন লাখ টাকা চায় মিথুন বিশ্বাস। টাকা না দিলে তাকে মেরে নদীতে ফেলে দেবার হুমকি দেয়া হয়। তুষারের দাবি, তাকে আটকে রেখে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি তার বাড়ির পেছনে গেলে রান্নাঘরে শিকলবন্দি অবস্থায় থাকা এক যুবক তাকে বাঁচানোর আকুতি জানায়। এরপর তিনি পরিচিত এক সাংবাদিককে ফোন করে ঘটনাটি জানান।

বাড়ির মালিক আনোয়ার হোসেন জানান, মিথুন বিশ্বাস এ মাসে তার বাড়ি ভাড়া নেয়। বাড়িতে সে বর্তমানে একাই বসবাস করতো। পরিবার নিয়ে আসার কথা ছিল আগামী মাসের প্রথম সপ্তাহে। যুবককে তালাবদ্ধ ঘরে শিকল দিয়ে বেঁধে রাখার বিষয়টি তিনি জানেন না বলে পুলিশকে জানিয়েছেন।

কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম জানান, স্থানীয়রা সংবাদ দিলে পুলিশ শিকলবন্দি অবস্থায় তুষারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সঙ্গে জড়িত মিথুন বিশ্বাসসহ জড়িতদের আটকের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই কোম্পানির ফরিদপুর সেলস অফিসের ম্যানেজার রনি পারভেজকে থানায় নিয়ে যায়।