ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

বয়স্কদের ইউটিউব চ্যানেল খোলার হার কম

আকাশ আইসিটি ডেস্ক:

ইউটিউব চ্যানেল যে শুধু তরুণরাই চালাবেন এমন কোনো কথা নেই। ভিডিও ব্লগারদের (ব্লগার) অনেকেই আছেন যাদের বয়স ৪০-এর ঊর্ধ্বে। ব্লগাররা সাধারণত ভিডিও কনটেন্ট তৈরির পাশাপাশি ব্লগও লিখে থাকেন।

তবে এক গবেষণায় দেখা গেছে, তরুণদের চেয়ে বয়স্ক ব্যবহারকারীদের মধ্যে ইউটিউব চ্যানেল খোলার হার বেশ কম। আর ৬০ বছরের বেশি বয়সী ব্যবহারকারীরা ইউটিউবে চ্যানেল খোলেন সবচেয়ে কম।

তরুণদের তুলনায় কম ইন্টারনেট ব্যবহার করা এর একটি কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, তারা সৃষ্টিশীল কিছু আপলোড করার চেয়ে ইউটিউব চালু করে নস্টালজিয়ায় ভুগতেই বেশি পছন্দ করেন। নিজেদের শখ বা অভিজ্ঞতাকে পুঁজি করে তারা ইউটিউব চ্যানেল খুলতে আগ্রহী নন।

যুক্তরাজ্যের প্রতিষ্ঠান এনআরএস হেলথকেয়ারের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্যমতে, ২০১১ সালে যাদের বয়স ৬৪ থেকে ৭৪ বছর ছিল তাদের ইন্টারনেট ব্যবহার করার হার ছিল ৫২ শতাংশ।

চলতি বছর এই হার বেড়ে দাঁড়িয়েছে ৮০ শতাংশে। ৫৫ বছর বয়সীদের মধ্যে ইউটিউব দেখার হারও অনেক বেশি। প্রায় ৯৫ শতাংশ। কিন্তু ইউটিউব চ্যানেল খোলার ব্যাপারে তারা বেশ পিছিয়ে আছেন।

তবে ব্যতিক্রম কিছু উদাহরণও আছে। যেমন ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা মাস্থানামা ১০৭ বছর বয়সেও ইউটিউব চ্যানেল চালান। চ্যানেলটিতে তার সাবস্ক্রাইবার আছেন ১২ লাখ। তিনি মূলত ঐতিহ্যবাহী রান্নাগুলোই ইউটিউবে দেখান।

টিম রয়েট নামে এক ইউটিউবার আছেন যার বয়স ৭৬ বছর। তার শখ হচ্ছে খেলনা সংগ্রহ করা। তার সংগ্রহে আছে ২০ হাজার খেলনা। তার গ্র্যান্ড ইলিউশন চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা সাড়ে আট লাখ। গ্রামমা ও গিঞ্জা নামে দুই বোন একটি ইউটিউব চ্যানেল চালান।

তাদের বয়স যথাক্রমে ১০৪ বছর ও ৯৯ বছর। তাদের প্রতিদিনের কথোপকথন নিয়েই সাজানো হয়েছে ইউটিউব চ্যানেলটি। তাদের সাবস্ক্রাইবার সংখ্যা তিন লাখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

বয়স্কদের ইউটিউব চ্যানেল খোলার হার কম

আপডেট সময় ০৭:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক:

ইউটিউব চ্যানেল যে শুধু তরুণরাই চালাবেন এমন কোনো কথা নেই। ভিডিও ব্লগারদের (ব্লগার) অনেকেই আছেন যাদের বয়স ৪০-এর ঊর্ধ্বে। ব্লগাররা সাধারণত ভিডিও কনটেন্ট তৈরির পাশাপাশি ব্লগও লিখে থাকেন।

তবে এক গবেষণায় দেখা গেছে, তরুণদের চেয়ে বয়স্ক ব্যবহারকারীদের মধ্যে ইউটিউব চ্যানেল খোলার হার বেশ কম। আর ৬০ বছরের বেশি বয়সী ব্যবহারকারীরা ইউটিউবে চ্যানেল খোলেন সবচেয়ে কম।

তরুণদের তুলনায় কম ইন্টারনেট ব্যবহার করা এর একটি কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, তারা সৃষ্টিশীল কিছু আপলোড করার চেয়ে ইউটিউব চালু করে নস্টালজিয়ায় ভুগতেই বেশি পছন্দ করেন। নিজেদের শখ বা অভিজ্ঞতাকে পুঁজি করে তারা ইউটিউব চ্যানেল খুলতে আগ্রহী নন।

যুক্তরাজ্যের প্রতিষ্ঠান এনআরএস হেলথকেয়ারের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্যমতে, ২০১১ সালে যাদের বয়স ৬৪ থেকে ৭৪ বছর ছিল তাদের ইন্টারনেট ব্যবহার করার হার ছিল ৫২ শতাংশ।

চলতি বছর এই হার বেড়ে দাঁড়িয়েছে ৮০ শতাংশে। ৫৫ বছর বয়সীদের মধ্যে ইউটিউব দেখার হারও অনেক বেশি। প্রায় ৯৫ শতাংশ। কিন্তু ইউটিউব চ্যানেল খোলার ব্যাপারে তারা বেশ পিছিয়ে আছেন।

তবে ব্যতিক্রম কিছু উদাহরণও আছে। যেমন ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা মাস্থানামা ১০৭ বছর বয়সেও ইউটিউব চ্যানেল চালান। চ্যানেলটিতে তার সাবস্ক্রাইবার আছেন ১২ লাখ। তিনি মূলত ঐতিহ্যবাহী রান্নাগুলোই ইউটিউবে দেখান।

টিম রয়েট নামে এক ইউটিউবার আছেন যার বয়স ৭৬ বছর। তার শখ হচ্ছে খেলনা সংগ্রহ করা। তার সংগ্রহে আছে ২০ হাজার খেলনা। তার গ্র্যান্ড ইলিউশন চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা সাড়ে আট লাখ। গ্রামমা ও গিঞ্জা নামে দুই বোন একটি ইউটিউব চ্যানেল চালান।

তাদের বয়স যথাক্রমে ১০৪ বছর ও ৯৯ বছর। তাদের প্রতিদিনের কথোপকথন নিয়েই সাজানো হয়েছে ইউটিউব চ্যানেলটি। তাদের সাবস্ক্রাইবার সংখ্যা তিন লাখ।