ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

প্রবাসীদের ভালোবাসায় চোখে জল চলে এসেছে : সাজ্জাদ সুমন

আকাশ বিনোদন ডেস্ক: 

প্রবাসীরা কীভাবে, কত কষ্ট করে উপার্জন করেন এবং তাদের পাঠানো টাকায় পরিবারের জমি ক্রয় করা ও উন্নত জীবনযাপন করাসহ নানা দূর্বিসহ দৃশ্য তুলে ধরা হয় এবারের ঈদুল আজহায় প্রচারিত ‘কলুর বলদ-২’ নাটকে।

নাটকটির প্রচারের পর সর্বমহলে প্রশংসিত হয়। বিশেষ করে প্রবাসীদের মনে গভীর দাগ কেটে দেয় এ নাটকটি।
এ নাটকটি প্রচারের পর থেকে ইউটিউবে মাত্র এক সপ্তাহে দুই মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করে।

এর আগে গত ঈদুল ফিতরে প্রবাসীদের জীবনধারা নিয়ে প্রচারিত হয়েছিল নাটক ‘কলুর বলদ’। তারই সিক্যুয়াল কলুর বলদ-২।

দুটি নাটকেরই রচয়িতা মেজবাহ উদ্দিন সুমন ও নির্মাতা সাজ্জাদ সুমন।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, অনেকটা চ্যালেঞ্জ নিয়েই কলুর বলদ-২ নির্মাণ করেছি। সিক্যুয়াল নির্মাণে দর্শকের চাহিদা পূরণের একটা শঙ্কা কাজ করলেও কলুর বলদ-২ প্রচারের পর থেকে প্রবাসী দর্শকদের ভালোবাসায় আমার চোখ বেয়ে আনমনে জল চলে এসেছে। তাদের এমন ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ।

গত পর্বের মতো এবারও যথারীতি মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ।

এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘কলুর বলদ’ এত জনপ্রিয় হবে বুঝতে পারিনি। দর্শকের ভালোবাসার কারণেই নির্মাতা কলুর বলদ-২ নির্মাণ করেছেন। প্রবাসীদের এমন ভালোবাসা আমাকে রীতিমত আবেগতাড়িত করে তুলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের ভালোবাসায় চোখে জল চলে এসেছে : সাজ্জাদ সুমন

আপডেট সময় ০৭:১৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক: 

প্রবাসীরা কীভাবে, কত কষ্ট করে উপার্জন করেন এবং তাদের পাঠানো টাকায় পরিবারের জমি ক্রয় করা ও উন্নত জীবনযাপন করাসহ নানা দূর্বিসহ দৃশ্য তুলে ধরা হয় এবারের ঈদুল আজহায় প্রচারিত ‘কলুর বলদ-২’ নাটকে।

নাটকটির প্রচারের পর সর্বমহলে প্রশংসিত হয়। বিশেষ করে প্রবাসীদের মনে গভীর দাগ কেটে দেয় এ নাটকটি।
এ নাটকটি প্রচারের পর থেকে ইউটিউবে মাত্র এক সপ্তাহে দুই মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করে।

এর আগে গত ঈদুল ফিতরে প্রবাসীদের জীবনধারা নিয়ে প্রচারিত হয়েছিল নাটক ‘কলুর বলদ’। তারই সিক্যুয়াল কলুর বলদ-২।

দুটি নাটকেরই রচয়িতা মেজবাহ উদ্দিন সুমন ও নির্মাতা সাজ্জাদ সুমন।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, অনেকটা চ্যালেঞ্জ নিয়েই কলুর বলদ-২ নির্মাণ করেছি। সিক্যুয়াল নির্মাণে দর্শকের চাহিদা পূরণের একটা শঙ্কা কাজ করলেও কলুর বলদ-২ প্রচারের পর থেকে প্রবাসী দর্শকদের ভালোবাসায় আমার চোখ বেয়ে আনমনে জল চলে এসেছে। তাদের এমন ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ।

গত পর্বের মতো এবারও যথারীতি মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ।

এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘কলুর বলদ’ এত জনপ্রিয় হবে বুঝতে পারিনি। দর্শকের ভালোবাসার কারণেই নির্মাতা কলুর বলদ-২ নির্মাণ করেছেন। প্রবাসীদের এমন ভালোবাসা আমাকে রীতিমত আবেগতাড়িত করে তুলেছে।