আকাশ বিনোদন ডেস্ক:
বলিউডের অন্যতম সেরা সুন্দরী ক্যাটরিনা কাইফের সঙ্গে এক সময় চুটিয়ে প্রেম করেছেন অভিনেতা রণবীর কাপুর। রণবীরের সঙ্গে ব্রেকআপের পরে সেই প্রেমের ভূত চেপে বসে বলিউড ভাইজান সালমান খানের ঘাড়ে। কিন্তু এই বুড়ো ব্যাচেলরের সঙ্গেও এক সময় সম্পর্কে চিড় ধরে ক্যাটরিনার। সেই সম্পর্ক নাকি বর্তমানে আবারও জোড়া লেগেছে বলে বলিউডের বাতাসে গুঞ্জন।
তবে ক্যাটরিনা সম্পর্কে বলিউডের অন্যতম সেরা পরিচালক ও প্রযোজক করণের মুখে শোনা গেল ভিন্ন সুর। তিনি মনে করেন, বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটরিনার জীবন সঙ্গী হওয়ার মতো উপযুক্ত কোনও পাত্র নেই। সম্প্রতি ভুট-এর ডিজিটাল প্লাটফর্মে শুরু হওয়া ‘ফিট আপ উইথ দ্য স্টারস’ নামের একটি টক শো অনুষ্ঠানে হাজির হয়ে এমন মন্তব্যই করেন করণ।
টক শো অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন ভারতের নামকরা ফ্যাশন ডিজাইনার আনাইতা শ্রফ। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি তুলে আনেন ক্যাটরিনা কাইফ প্রসঙ্গ। পরিচালক ও প্রযোজক করণ জোহারের কাছে প্রশ্ন আসে, ক্যাটরিনার জন্য সুপাত্র কে? উত্তরে করণ বলেন, ‘ক্যাটরিনাকে খুব ভালোবাসি। কিন্তু ওর মতো মানুষের জন্য ইন্ডাস্ট্রিতে উপযুক্ত কেউ নেই।’
টক শো-তে আলোচনা হয় ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুরকে নিয়েও। আলোচনায় রণবীরের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে উল্লেখ করেন করণ জোহার। বলেন, ‘রণবীর আমার জীবনের এমন কিছু জিনিসের খোঁজ রাখেন, যা আমি নিজেও জানি না। আমার মোবাইল পাসওয়ার্ড থেকে শুরু করে হোয়াটসআপ, ইমেইল চেক-সবকিছুর দায়িত্বই রণবীর পালন করেন।’
আকাশ নিউজ ডেস্ক 

























