ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কারিনাকেই বিয়ে করতে চান করণ!

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডে কে কখন কার বন্ধু হয়ে যান আর কার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, তা বোধ হয় উপরওয়ালারও অজানা। কিন্তু, করণ জহরের সঙ্গে করিনা কাপুরের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। অমৃতা অরোরা, মালাইকা অরোরা, করিশ্মা কাপুর এবং করিনা কাপুররা যেমন ‘গার্লস গ্যাং’ হিসেবে পরিচিত, তেমনি বেবো বেগমের সঙ্গে করণের বন্ধুত্বের গল্পও সর্বজনবিদিত। কিন্তু, এবার করিনাকে নিয়ে করণ এবার কি বললেন জানেন?

সম্প্রতি একটি জনপ্রিয় টক শো-এ হাজির হয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জহর। আর সেখানেই নিজের পছন্দের নারী, যৌনতা নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় করণকে। আর সেখানেই করিনার বিষয়টি খোলসা করে বলেন তিনি।

যদি কখনও বিয়ে করতেন, তাহলে কে হতেন তার জীবনসঙ্গী? এমন প্রশ্নের উত্তরে করণ স্পষ্টভাবে তার উত্তর দেন। তিনি বলেন, যদি কখনও বিয়ের পিঁড়িতে বসতেন, তাহলে করিনাকেই বিয়ে করতেন তিনি। শুধু তাই নয় পছন্দের নারীর বিষয়ে বলার পাশাপাশি যৌনতা নিয়েও প্রশ্ন করা হয় করণকে। সেখানে তিনি বলেন, তিনি নাকি যৌনতার জন্য সঠিকভাবে উপযুক্ত নন। তবে বলিউডের কাছ থেকে এখনও অনকে কিছু শেখার বাকি আছে বলেও মন্তব্য করেন করণ।

করণ জহরকে ‘মুভি মাফিয়া’ বলে ডাকেন অর্জুন কাপুর। যদিও সেটা মজার ছলেই। এদিকে বিয়ে না করলেও, এই মুহূর্তে যশ এবং রুহির নামে দুই সন্তানের বাবা করণ জহর। পরিচালক এবং প্রযোজনার কাজের পাশাপাশি যশ, রুহিকে বড় করে তোলার কাজও মন দিয়েই শুরু করেছেন করণ।

সম্প্রতি তৈমুর এবং রুহিকে নিয়ে প্রশ্ন করা করণ জহরকে। সেখানে বলিউডের এই জনপ্রিয় পরিচালক বলেন, করিনা-পুত্র তৈমুরকে রুহি ‘দাদা’ বলে ডাকুক, তিনি তা কখনও চান না। তৈমুর এবং রুহি যাতে ভবিষ্যতে ‘ডেটিং’ করে, সেটাই তার মনের ইচ্ছা।

প্রসঙ্গত, শুটিংয়ের ফাঁকে মাঝে মধ্যেই তৈমুরকে নিয়ে করণ জহরের বাড়িতে যান করিনা কাপুর খান। আর সেখানেই বসে তৈমুর এবং রুহির খেলার আসর। মাঝে মধ্যেই করিনা কাপুর খান এবং করণ জহরকেও তৈমুরদের খেলার সঙ্গী হিসেবে দেখা যায়। সেই ছবি প্রকাশ্যে আসার পর পরই তা আবার ভাইরাল হয়ে যায়।

বর্তমানে করিনা কাপুর খান ব্যস্ত জহরের সিনেমা ‘তখত’-এর শুটিংয়ের জন্য। এই সিনেমায় করিনার সঙ্ঘে স্ক্রিন শেয়ার করছেন রণবীর সিং, আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারিনাকেই বিয়ে করতে চান করণ!

আপডেট সময় ০১:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডে কে কখন কার বন্ধু হয়ে যান আর কার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, তা বোধ হয় উপরওয়ালারও অজানা। কিন্তু, করণ জহরের সঙ্গে করিনা কাপুরের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। অমৃতা অরোরা, মালাইকা অরোরা, করিশ্মা কাপুর এবং করিনা কাপুররা যেমন ‘গার্লস গ্যাং’ হিসেবে পরিচিত, তেমনি বেবো বেগমের সঙ্গে করণের বন্ধুত্বের গল্পও সর্বজনবিদিত। কিন্তু, এবার করিনাকে নিয়ে করণ এবার কি বললেন জানেন?

সম্প্রতি একটি জনপ্রিয় টক শো-এ হাজির হয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জহর। আর সেখানেই নিজের পছন্দের নারী, যৌনতা নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় করণকে। আর সেখানেই করিনার বিষয়টি খোলসা করে বলেন তিনি।

যদি কখনও বিয়ে করতেন, তাহলে কে হতেন তার জীবনসঙ্গী? এমন প্রশ্নের উত্তরে করণ স্পষ্টভাবে তার উত্তর দেন। তিনি বলেন, যদি কখনও বিয়ের পিঁড়িতে বসতেন, তাহলে করিনাকেই বিয়ে করতেন তিনি। শুধু তাই নয় পছন্দের নারীর বিষয়ে বলার পাশাপাশি যৌনতা নিয়েও প্রশ্ন করা হয় করণকে। সেখানে তিনি বলেন, তিনি নাকি যৌনতার জন্য সঠিকভাবে উপযুক্ত নন। তবে বলিউডের কাছ থেকে এখনও অনকে কিছু শেখার বাকি আছে বলেও মন্তব্য করেন করণ।

করণ জহরকে ‘মুভি মাফিয়া’ বলে ডাকেন অর্জুন কাপুর। যদিও সেটা মজার ছলেই। এদিকে বিয়ে না করলেও, এই মুহূর্তে যশ এবং রুহির নামে দুই সন্তানের বাবা করণ জহর। পরিচালক এবং প্রযোজনার কাজের পাশাপাশি যশ, রুহিকে বড় করে তোলার কাজও মন দিয়েই শুরু করেছেন করণ।

সম্প্রতি তৈমুর এবং রুহিকে নিয়ে প্রশ্ন করা করণ জহরকে। সেখানে বলিউডের এই জনপ্রিয় পরিচালক বলেন, করিনা-পুত্র তৈমুরকে রুহি ‘দাদা’ বলে ডাকুক, তিনি তা কখনও চান না। তৈমুর এবং রুহি যাতে ভবিষ্যতে ‘ডেটিং’ করে, সেটাই তার মনের ইচ্ছা।

প্রসঙ্গত, শুটিংয়ের ফাঁকে মাঝে মধ্যেই তৈমুরকে নিয়ে করণ জহরের বাড়িতে যান করিনা কাপুর খান। আর সেখানেই বসে তৈমুর এবং রুহির খেলার আসর। মাঝে মধ্যেই করিনা কাপুর খান এবং করণ জহরকেও তৈমুরদের খেলার সঙ্গী হিসেবে দেখা যায়। সেই ছবি প্রকাশ্যে আসার পর পরই তা আবার ভাইরাল হয়ে যায়।

বর্তমানে করিনা কাপুর খান ব্যস্ত জহরের সিনেমা ‘তখত’-এর শুটিংয়ের জন্য। এই সিনেমায় করিনার সঙ্ঘে স্ক্রিন শেয়ার করছেন রণবীর সিং, আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানরা।