অাকাশ জাতীয় ডেস্ক:
নরসিংদীর রায়পুরা নিখোঁজের তিন দিন পর মামুন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাসিমপুর গ্রামের তিনতলাবিশিষ্ট বাড়ির ছাদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক জয়নাল মাস্টার ও তার ছেলে আরমান শরীফকে আটক করে পুলিশ। নিহত মামুন হাসিমপুর গ্রামের সুজন মিয়ার ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২০ জুন খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয় মামুন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করেও তার সন্ধান না পেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
এরই মধ্যে পাশের বাড়ির একটি ছাদ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে স্থানীয়রা ছাদে গিয়ে মামুনের মুখে স্কচটেপ ও গলায় রশি পেঁচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজের একটি জিডি হয়েছিল। হত্যার কারণ এখনো জানা যায়নি। তবে বাড়ির মালিক ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়ে গেছে। অচিরেই রহস্য উন্মোচন হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























