অাকাশ জাতীয় ডেস্ক:
চুরির মামলায় ফেনীর ছাগলনাইয়ার উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি এয়ার আহাম্মদ ডিপটিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিশেষ আদালতের মাধ্যমে তাকে ফেনী জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার থানাপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিপটি উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মৃত মুন্সি আবু আহাম্মদের বড় ছেলে।
ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ জানান, গত বুধবার রাতে ছাগলনাইয়া মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের থানাপাড়া এলাকায় স্কুলের মালিকানাধীন বাসার গেট ভেঙে নিয়ে যান এয়ার আহাম্মদ ডিপটি।
বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজেম হোসেন বাদী হয়ে ডিপটিকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন। রাতেই ডিপটিকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, থানাপাড়ার একটি পুকুর থেকে চুরি হওয়া গেটটি উদ্ধার করা হয় বলে জানান ওসি।
ওসি আরও জানান, শুক্রবার সকালে বিশেষ আদালতের মাধ্যমে ডিপটিকে ফেনী জেলহাজতে পাঠানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























