ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর

অাকাশ আইসিটি ডেস্ক:

প্রতিদিন নানা কাজের জন্য আমাদের ইমেইল আদান-প্রদান করতে হয়। কিন্তু জিমেইল ব্যবহারকারীদের জন্য মাত্র ১৫ গিগাবাইট স্টোরেজ সুবিধা রয়েছে।

নিয়মিত মেইল করলে এবং আসতে থাকলে এক সময় দেখা যায় ১৫ গিগাবাইট স্টোরেজ শেষ হয়ে গেছে। তখন আর ইমেইল আসে না। তখন কিছু অপ্রয়োজনীয় ইমেইল ডিলিট করে ফেলতে হয়। এসব অপ্রয়োজনীয় ইমেইলগুলো ডিলিট করার বিশেষ কিছু কৌশল রয়েছে। এগুলো এখানে আলোচনা করা হলো-

ইমেইলের সার্চ বক্সে তারিখ, প্রাপক, কিওয়ার্ডের পাশাপাশি ফাইল সাইজ লিখে সার্চ করে ইমেইল ডিলিট করা যায়। যেমন-

আপনি যদি অ্যাটাসমেন্টসহ বড় সাইজের ইমেইলগুলোর সার্চ করতে চান, যেমন যেসব ইমেইলে ৫ মেগাবাইটের বেশি সাইজের ফাইল অ্যাটাচ রয়েছে সেগুলো দেখতে সার্চ বক্সে লিখতে হবে has attachment larger:5M।

আপনি যদি নির্দিষ্ট সাইজের যেমন ৫ মেগাবাইট সাইজের ইমেইলগুলো সার্চ করতে চান, তাহলে সার্চ বক্সে লিখুন Size:5M।

আপনি যদি ৫ মেগাবাইটের চেয়ে বেশি সাইজের ইমেইলগুলো সার্চ করতে চান, তাহলে সার্চ বক্সে লিখুন Larger:5M।

আপনি যদি ৫ মেগাবাইটের চেয়ে আরো কম সাইজের ইমেইলগুলো সার্চ করতে চান, তাহলে সার্চ বক্সে লিখুন Smaller:5M।

অন্যদেকে গুগল ড্রাইভের ফাইলগুলো পরিষ্কার করা একটু বেশি কঠিন। গুগল ড্রাইভে ফাইল সার্চ বা সাইজ অনুসারে ফাইল শর্ট করা যায় না। তবে drive.google.com/#quota এই লিংকটির মাধ্যমে সবগুলো ফাইলের তালিকা দেখা যাবে। তখন বড় আকৃতির সব ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট দিলে এক সাথে মুছে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর

আপডেট সময় ০২:০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭

অাকাশ আইসিটি ডেস্ক:

প্রতিদিন নানা কাজের জন্য আমাদের ইমেইল আদান-প্রদান করতে হয়। কিন্তু জিমেইল ব্যবহারকারীদের জন্য মাত্র ১৫ গিগাবাইট স্টোরেজ সুবিধা রয়েছে।

নিয়মিত মেইল করলে এবং আসতে থাকলে এক সময় দেখা যায় ১৫ গিগাবাইট স্টোরেজ শেষ হয়ে গেছে। তখন আর ইমেইল আসে না। তখন কিছু অপ্রয়োজনীয় ইমেইল ডিলিট করে ফেলতে হয়। এসব অপ্রয়োজনীয় ইমেইলগুলো ডিলিট করার বিশেষ কিছু কৌশল রয়েছে। এগুলো এখানে আলোচনা করা হলো-

ইমেইলের সার্চ বক্সে তারিখ, প্রাপক, কিওয়ার্ডের পাশাপাশি ফাইল সাইজ লিখে সার্চ করে ইমেইল ডিলিট করা যায়। যেমন-

আপনি যদি অ্যাটাসমেন্টসহ বড় সাইজের ইমেইলগুলোর সার্চ করতে চান, যেমন যেসব ইমেইলে ৫ মেগাবাইটের বেশি সাইজের ফাইল অ্যাটাচ রয়েছে সেগুলো দেখতে সার্চ বক্সে লিখতে হবে has attachment larger:5M।

আপনি যদি নির্দিষ্ট সাইজের যেমন ৫ মেগাবাইট সাইজের ইমেইলগুলো সার্চ করতে চান, তাহলে সার্চ বক্সে লিখুন Size:5M।

আপনি যদি ৫ মেগাবাইটের চেয়ে বেশি সাইজের ইমেইলগুলো সার্চ করতে চান, তাহলে সার্চ বক্সে লিখুন Larger:5M।

আপনি যদি ৫ মেগাবাইটের চেয়ে আরো কম সাইজের ইমেইলগুলো সার্চ করতে চান, তাহলে সার্চ বক্সে লিখুন Smaller:5M।

অন্যদেকে গুগল ড্রাইভের ফাইলগুলো পরিষ্কার করা একটু বেশি কঠিন। গুগল ড্রাইভে ফাইল সার্চ বা সাইজ অনুসারে ফাইল শর্ট করা যায় না। তবে drive.google.com/#quota এই লিংকটির মাধ্যমে সবগুলো ফাইলের তালিকা দেখা যাবে। তখন বড় আকৃতির সব ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট দিলে এক সাথে মুছে যাবে।