অাকাশ জাতীয় ডেস্ক:
আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা রেলস্টেশনের নিকটবর্তী লালব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সুজন আহমেদ ও আরাফাত হোসেন আপন চাচাতো ভাই। শখের বশে ব্রিজ দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তারা মারা যায়।
জানা যায়, সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে সুজন আহমেদ ও নুর নবী হোসেনের ছেলে আরাফাত হোসেন বুধবার সকালে আলমডাঙ্গা শহরতলির কালিদাসপুরে যায় সুজনের নানার কুলখানি অনুষ্ঠানে। বিকাল সাড়ে ৫টার দিকে তারা রেলওয়ের লালব্রিজে ওঠে দেখার জন্য।
সন্ধ্যা ৬টার দিকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা দু’জনই ঘটনাস্থলে নিহত হয়। চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি পুলিশের পরিদর্শক এসআই জালাল উদ্দিন জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























