অাকাশ জাতীয় ডেস্ক:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন। বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুজবল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার মৃত ওয়াছির মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৫০) এবং তাদের মেয়ে শাহিনা আক্তার (২৪)। দগ্ধ ওয়াছিরের ছেলে মুন্না মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাতে বাড়ির সবাই ঘুমিয়েছিলেন। সোয়া দুইটার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান শাহিনা। দগ্ধ হন মা-ছেলে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক জানান, দগ্ধ দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসাপাতালে নেয়া হলে সকাল সাড়ে নয়টার দিকে মারা যান রোকেয়া বেগম। দগ্ধ মুন্নাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























