ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে বখাটে যুবক। আহতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত স্কুলছাত্রী লিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের আবদুর রহমানের মেয়ে ও চুয়াডাঙ্গা জেলা শহরের রাহেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

অভিযুক্ত রানা উপজেলার তালতলা শ্মশানপাড়ার কাজল হোসেনের ছেলে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হাজরাহাটি জোড়গাছা পাড়ার বিশ্বাস কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, স্কুলছাত্রী লিমা খাতুনকে ৫-৬ মাস ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী রানা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাচ্ছিল লিমা। সে হাজরাহাটি জোড়গাছা পাড়ার বিশ্বাস কবরস্থানের কাছে পৌঁছালে বাইসাইকেলযোগে সেখানে থামে বখাটে রানা।

এ সময় রানা প্রেমের প্রস্তাব দেয়। এতে লিমা রাজি না হলে তার ডান কোমরে ছুরি মারে রানা। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, স্কুলছাত্রীর পিঠের ডান পাঁজরে গভীর ক্ষত রয়েছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক জানান, ঘটনার পরপরই পুলিশি অভিযান শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

আপডেট সময় ০৯:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে বখাটে যুবক। আহতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত স্কুলছাত্রী লিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের আবদুর রহমানের মেয়ে ও চুয়াডাঙ্গা জেলা শহরের রাহেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

অভিযুক্ত রানা উপজেলার তালতলা শ্মশানপাড়ার কাজল হোসেনের ছেলে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হাজরাহাটি জোড়গাছা পাড়ার বিশ্বাস কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, স্কুলছাত্রী লিমা খাতুনকে ৫-৬ মাস ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী রানা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাচ্ছিল লিমা। সে হাজরাহাটি জোড়গাছা পাড়ার বিশ্বাস কবরস্থানের কাছে পৌঁছালে বাইসাইকেলযোগে সেখানে থামে বখাটে রানা।

এ সময় রানা প্রেমের প্রস্তাব দেয়। এতে লিমা রাজি না হলে তার ডান কোমরে ছুরি মারে রানা। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, স্কুলছাত্রীর পিঠের ডান পাঁজরে গভীর ক্ষত রয়েছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক জানান, ঘটনার পরপরই পুলিশি অভিযান শুরু হয়েছে।