ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ঝড়ে উড়ে গেছে বিদ্যালয়, পরীক্ষা অনিশ্চিত

অাকাশ জাতীয় ডেস্ক:

কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালাসহ স্কুলের বেড়া উড়ে গেছে। এতে রোববারের প্রথম সাময়িক পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তায় পড়েছে বিদ্যালয়টির ২৩১ জন কোমলমতি শিক্ষার্থী।

শনিবার সকালে নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের আন্দ্রাবহ আদর্শ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। স্কুলঘরের টিনের চালাটি ২০০ মিটার দূরে উড়িয়ে নিয়ে যায়।

ইউপি সদস্য তপন কুমার দাস জানান, ২০০৯ সালে আন্দ্রাবহ আদর্শ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ে ২৩১ জন ছাত্র-ছাত্রী আছে। ঝড়ে বিদ্যালয়টির টিনের চাল ও বেড়া উড়ে যায়। বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, অফিসের বই-খাতাসহ বিভিন্ন মালামাল ভিজে নষ্ট হয়ে যায়। এ ছাড়া বৈদ্যুতিক মিটার, খুঁটি, বিদ্যালয়ের আসবাব পত্রও ক্ষতিগ্রস্ত হয়।

সারা দেশের মতো ওই বিদ্যালয়েও প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা। কিন্তু আকস্মিক ঝড়ে উড়ে গেল বিদ্যালয়ের ঘর। খবর পেয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম বলেন, ঝড় শুরু হওয়ার আগেই ছাত্রছাত্রীসহ বিদ্যালয়ের শিক্ষকগণ পাশের বাড়িতে আশ্রয় নেয়। তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

তিনি বলেন, টিনের চালাবিশিষ্ট বিদ্যালয়ে শিক্ষার্থীরা নিরাপদ নয়। একটি পাকা ভবনের জন্য কয়েকবার প্রস্তাব পাঠানো হয়েছে। এখনো কোনো সাড়া মেলেনি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা বলেন, আমি বিষয়টি জেনেছি। স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বলেছি একটি অস্থায়ী ঘরের ব্যবস্থা করার জন্য। রোববার প্রথম সাময়িক পরীক্ষা শিক্ষার্থীরা দিতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ঝড়ে উড়ে গেছে বিদ্যালয়, পরীক্ষা অনিশ্চিত

আপডেট সময় ১১:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালাসহ স্কুলের বেড়া উড়ে গেছে। এতে রোববারের প্রথম সাময়িক পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তায় পড়েছে বিদ্যালয়টির ২৩১ জন কোমলমতি শিক্ষার্থী।

শনিবার সকালে নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের আন্দ্রাবহ আদর্শ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। স্কুলঘরের টিনের চালাটি ২০০ মিটার দূরে উড়িয়ে নিয়ে যায়।

ইউপি সদস্য তপন কুমার দাস জানান, ২০০৯ সালে আন্দ্রাবহ আদর্শ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ে ২৩১ জন ছাত্র-ছাত্রী আছে। ঝড়ে বিদ্যালয়টির টিনের চাল ও বেড়া উড়ে যায়। বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, অফিসের বই-খাতাসহ বিভিন্ন মালামাল ভিজে নষ্ট হয়ে যায়। এ ছাড়া বৈদ্যুতিক মিটার, খুঁটি, বিদ্যালয়ের আসবাব পত্রও ক্ষতিগ্রস্ত হয়।

সারা দেশের মতো ওই বিদ্যালয়েও প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা। কিন্তু আকস্মিক ঝড়ে উড়ে গেল বিদ্যালয়ের ঘর। খবর পেয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম বলেন, ঝড় শুরু হওয়ার আগেই ছাত্রছাত্রীসহ বিদ্যালয়ের শিক্ষকগণ পাশের বাড়িতে আশ্রয় নেয়। তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

তিনি বলেন, টিনের চালাবিশিষ্ট বিদ্যালয়ে শিক্ষার্থীরা নিরাপদ নয়। একটি পাকা ভবনের জন্য কয়েকবার প্রস্তাব পাঠানো হয়েছে। এখনো কোনো সাড়া মেলেনি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা বলেন, আমি বিষয়টি জেনেছি। স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বলেছি একটি অস্থায়ী ঘরের ব্যবস্থা করার জন্য। রোববার প্রথম সাময়িক পরীক্ষা শিক্ষার্থীরা দিতে পারবে।