অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশ জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা একটি আদর্শকে বুকে ধারন করে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। সে আদর্শ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। এ আদর্শ হলো মুক্তিযুদ্ধের আদর্শ। তিনি এ আদর্শ বুকে ধারন করেছেন বলেই আজ দেশ অনেক দূর এগিয়ে গেছে।’
শুক্রবার সকালে কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনায় গতিশীলতা আনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রক্ষমতায় আনতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, ‘শেখ হাসিনার মনোনীত প্রার্থী যারা হবেন, তাদেরকে ভোট দিয়ে তাঁকে (শেখ হাসিনা) আবারো রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। তা না হলে দেশ আবারো জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে।’
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উপদেষ্টা কমিটির সদস্য সচিব তপন কুমার চক্রবর্তী, অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক চট্টগ্রাম রেঞ্জ রোকন উদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহম্মেদ বাবুল, আমদানি-রপ্তানিকারক সমিতি কুমিল্লার সভাপতি জামাল আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 





















