অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জাম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় নমওয়ালা জেলায় শনিবার রাতে এক বাস দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। বাসটি উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।
সাউদার্ন প্রভিন্স পুলিশ কমিশনার বোনি কাপেসো রোববার জানান, দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রাতে বাস চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বনে তিনি চালকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো জানান, চালকসহ পাঁচ যাত্রী ঘটনাস্থলে এবং অপর দু’জন হাসপাতালে নেয়ার পর মারা যায়।
আকাশ নিউজ ডেস্ক 
























