ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

চুয়াডাঙ্গায় কৃমিনাশক ওষুধ খেয়ে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় কৃমিনাশক ওষুধ খেয়ে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন আগে শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কৃমিনাশক ট্যাবলেট সরবরাহ করা হয়। সোমবার সকালে স্কুলে আসার পর শিক্ষার্থীদের হাসপাতাল থেকে সরবরাহকৃত ওই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

এরপর পরই একে একে অসুস্থ হয়ে পড়ে বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী। তাদেরকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে অসুস্থতার খবর পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকলে বিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি করে বিদ্যালয় বন্ধ করে দেয়।

খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম বিদ্যালয়টি পরিদর্শন করেন। দুপুরে তিনি হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদেরকে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল জানান, খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কারণে গণহিস্ট্রোরিয়া আক্রান্ত হয়েছে শিক্ষার্থীরা। তবে আতঙ্কের কিছু নেই। আক্রান্তরা সবাই শঙ্কামুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

চুয়াডাঙ্গায় কৃমিনাশক ওষুধ খেয়ে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

আপডেট সময় ১০:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় কৃমিনাশক ওষুধ খেয়ে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন আগে শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কৃমিনাশক ট্যাবলেট সরবরাহ করা হয়। সোমবার সকালে স্কুলে আসার পর শিক্ষার্থীদের হাসপাতাল থেকে সরবরাহকৃত ওই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

এরপর পরই একে একে অসুস্থ হয়ে পড়ে বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী। তাদেরকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে অসুস্থতার খবর পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকলে বিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি করে বিদ্যালয় বন্ধ করে দেয়।

খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম বিদ্যালয়টি পরিদর্শন করেন। দুপুরে তিনি হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদেরকে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল জানান, খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কারণে গণহিস্ট্রোরিয়া আক্রান্ত হয়েছে শিক্ষার্থীরা। তবে আতঙ্কের কিছু নেই। আক্রান্তরা সবাই শঙ্কামুক্ত।