ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

সালমান-শাহরুখ দ্বৈরথ, মাঝখানে ক্যাটরিনা!

আকাশ বিনোদন ডেস্ক :  

বেশ কয়েকটি কারণেই শাহরুখের পরের ছবি ‘জিরো’ বিশেষভাবে আলোচনায়। এ ছবিতেই প্রথম তিনি পরিচালক আনন্দ এল রাইয়ের পরিচালনায় কাজ করছেন। এটাই প্রথম ছবি যেখানে তিনি ‘যাব তাক হ্যায় দম’ কো-স্টার ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মার সাথে কাজ করছেন। এই ছবিতেই প্রথম তিনি কোনো বামন চরিত্রে অভিনয় করছেন এবং সর্বোপরি এই ছবির-ই একটি গানে তিনি পাবেন সালমান খানকে।

এই গানটিকেই ছবির অন্যতম হাইলাইট হিসেবে ধরা হচ্ছে। গত বছর মুম্বাইয়ে চার দিনব্যাপী গানটি শুট করা হয়। একটি নির্ভরযোগ্য বলিউড সূত্র জানায়, ডান্স নাম্বরটি শুট হওয়ার পর থেকেই সবাই বলাবলি করছে, এখানে দুই সুপারস্টার খান অভিনয় করেছেন আর তাঁদের সাথে রয়েছেন ক্যাটরিনা। তবে, এ তথ্য বিভ্রান্তিমূলক। এতে শুধুমাত্র দুজন অভিনেতাই অংশ নিয়েছেন।

সূত্রটি আরো জানায়, গানটিতে সালমান খান একজন সুপারস্টারের ভূমিকায় অভিনয় করবেন, আর শাহরুখ যথারীতি একজন বামন। ছবিটিতে দেখা যাবে, শাহরুখ ক্যাটরিনার একজন দারুণ ভক্ত। আর সালমান অভিনেত্রী ক্যাটরিনার নায়কদের একজন। আর গানটির সময় স্টেজে শাহরুখ ও সালমানকে একে অন্যের ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে দারুণভাবে চিত্রায়িত করা হয়েছে। গানটির অসাধারণ চিত্রায়ন (কোরিওগ্রাফি) মুগ্ধ ও আনন্দিত করেছে গোটা টিম জিরোকে।

উল্লেখ্য, ‘জিরো’ মূলত ভিএফএক্স-নির্ভর ছবি। এ ছবি নির্মাণে ভিজ্যুয়াল ইফেক্টকে নান্দনিকভাবে ব্যবহার করা হয়েছে। এ ছবিতে প্রযুক্তির অনন্য ব্যবহারে শাহরুখকে ছবিজুড়ে বামন রূপে দেখা যাবে। যা দেখার জন্য হয়তো প্রস্তুত থাকবেন না অনেক শাহরুখভক্ত। দুর্দান্ত নির্মাণের এই ছবিটি শাহরুখের একটি ম্যাগনাম ওপাস হতে পারে বলে অনেকে ধারণা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান-শাহরুখ দ্বৈরথ, মাঝখানে ক্যাটরিনা!

আপডেট সময় ০৮:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক :  

বেশ কয়েকটি কারণেই শাহরুখের পরের ছবি ‘জিরো’ বিশেষভাবে আলোচনায়। এ ছবিতেই প্রথম তিনি পরিচালক আনন্দ এল রাইয়ের পরিচালনায় কাজ করছেন। এটাই প্রথম ছবি যেখানে তিনি ‘যাব তাক হ্যায় দম’ কো-স্টার ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মার সাথে কাজ করছেন। এই ছবিতেই প্রথম তিনি কোনো বামন চরিত্রে অভিনয় করছেন এবং সর্বোপরি এই ছবির-ই একটি গানে তিনি পাবেন সালমান খানকে।

এই গানটিকেই ছবির অন্যতম হাইলাইট হিসেবে ধরা হচ্ছে। গত বছর মুম্বাইয়ে চার দিনব্যাপী গানটি শুট করা হয়। একটি নির্ভরযোগ্য বলিউড সূত্র জানায়, ডান্স নাম্বরটি শুট হওয়ার পর থেকেই সবাই বলাবলি করছে, এখানে দুই সুপারস্টার খান অভিনয় করেছেন আর তাঁদের সাথে রয়েছেন ক্যাটরিনা। তবে, এ তথ্য বিভ্রান্তিমূলক। এতে শুধুমাত্র দুজন অভিনেতাই অংশ নিয়েছেন।

সূত্রটি আরো জানায়, গানটিতে সালমান খান একজন সুপারস্টারের ভূমিকায় অভিনয় করবেন, আর শাহরুখ যথারীতি একজন বামন। ছবিটিতে দেখা যাবে, শাহরুখ ক্যাটরিনার একজন দারুণ ভক্ত। আর সালমান অভিনেত্রী ক্যাটরিনার নায়কদের একজন। আর গানটির সময় স্টেজে শাহরুখ ও সালমানকে একে অন্যের ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে দারুণভাবে চিত্রায়িত করা হয়েছে। গানটির অসাধারণ চিত্রায়ন (কোরিওগ্রাফি) মুগ্ধ ও আনন্দিত করেছে গোটা টিম জিরোকে।

উল্লেখ্য, ‘জিরো’ মূলত ভিএফএক্স-নির্ভর ছবি। এ ছবি নির্মাণে ভিজ্যুয়াল ইফেক্টকে নান্দনিকভাবে ব্যবহার করা হয়েছে। এ ছবিতে প্রযুক্তির অনন্য ব্যবহারে শাহরুখকে ছবিজুড়ে বামন রূপে দেখা যাবে। যা দেখার জন্য হয়তো প্রস্তুত থাকবেন না অনেক শাহরুখভক্ত। দুর্দান্ত নির্মাণের এই ছবিটি শাহরুখের একটি ম্যাগনাম ওপাস হতে পারে বলে অনেকে ধারণা করছেন।