অাকাশ জাতীয় ডেস্ক:
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ বাদী মামলায় জামিন পেলেন বিএনপির ৩৭ নেতাকর্মী।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা জজ কোট আদালত বিএনপির নেতাকর্মীদের জামিনের আদেশ দেয়।
গত ৫ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া সিলেট যাত্রাকালে ভৈরবে শত শত বিএনপি নেতাকর্মী ঢাকা-সিলেট মহাসড়কে জড়ো হন। এসময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ হয়। এসময় চারজন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিন চার পুলিশসহ ১০ জন আহত হয়।
ঘটনার রাতেই পুলিশ বাদী হয়ে ৪৫ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা করে এবং এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছিল ৭০/৮০ জনকে। মামলায় প্রধান আসামি করা হয় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামকে।
এছাড়াও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বাহার মিয়া, জেলা ছাত্রদলের আহবায়ক তারিকুজ্জামান পার্নেলসহ মোট ৪৫ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 
























