ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা

দুই ছবি নিয়ে জয়ার নতুন মিশন

আকাশ বিনোদন ডেস্ক:

ঢাকা ও কলকাতার ছবিতে শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি কলকাতার নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবি দুটি হচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের ‘কণ্ঠ’ ও বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’।

এর মধ্যে গত সপ্তাহে শুরু হয়েছে ‘কণ্ঠ’ ছবির শুটিং। এতে স্পিচ থেরাপিস্টের চরিত্রে অভিনয় করছেন জয়া। অন্যদিকে ‘ক্রিসক্রস’ ছবিটি স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস অবলম্বনে নির্মিত হবে বলে জানিয়েছেন জয়া আহসান।

যদিও এর আগে খবর প্রকাশ হয়েছিল ক্রিসক্রসে স্বস্তিকা, রাইমা সেন বা তনুশ্রী অভিনয় করবেন। কিন্তু তাদের সবাইকে রেখে জয়াকেই অবশেষে চূড়ান্ত করা হয়েছে। এর আগে ‘গল্প হলেও সত্যি’, ‘অভিশপ্ত নাইটি’, ‘জানি দেখা হবে’ ছবিগুলো পরিচালনা করেছেন বিরসা।

তিনি বলেন, ‘চিত্রনাট্য প্রাথমিক পর্যায়ে যা ছিল, তার চেয়ে অনেক বদল করা হয়েছে। চরিত্র ফাইনাল হওয়ার পর প্রথমে শ্রীকান্ত দা (মেহতা) জয়াকে ছবির প্রস্তাব দেন। তার পর আমার সঙ্গে কথা হয়। অবশেষে তাকেই চূড়ান্ত করা হয়।’

এদিকে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ‘কণ্ঠ’ ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয় করছেন। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। ১০ এপ্রিল পর্যন্ত কলকাতার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হবে বলে জানা গেছে। দুটি ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি বলেন, ‘দুটি ছবির গল্পই দারুণ। গল্প শোনার পরই চরিত্রগুলোর প্রতি আলাদা মায়া জড়িয়ে গেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’

দুই ছবি নিয়ে জয়ার নতুন মিশন

আপডেট সময় ০৪:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

ঢাকা ও কলকাতার ছবিতে শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি কলকাতার নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবি দুটি হচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের ‘কণ্ঠ’ ও বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’।

এর মধ্যে গত সপ্তাহে শুরু হয়েছে ‘কণ্ঠ’ ছবির শুটিং। এতে স্পিচ থেরাপিস্টের চরিত্রে অভিনয় করছেন জয়া। অন্যদিকে ‘ক্রিসক্রস’ ছবিটি স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস অবলম্বনে নির্মিত হবে বলে জানিয়েছেন জয়া আহসান।

যদিও এর আগে খবর প্রকাশ হয়েছিল ক্রিসক্রসে স্বস্তিকা, রাইমা সেন বা তনুশ্রী অভিনয় করবেন। কিন্তু তাদের সবাইকে রেখে জয়াকেই অবশেষে চূড়ান্ত করা হয়েছে। এর আগে ‘গল্প হলেও সত্যি’, ‘অভিশপ্ত নাইটি’, ‘জানি দেখা হবে’ ছবিগুলো পরিচালনা করেছেন বিরসা।

তিনি বলেন, ‘চিত্রনাট্য প্রাথমিক পর্যায়ে যা ছিল, তার চেয়ে অনেক বদল করা হয়েছে। চরিত্র ফাইনাল হওয়ার পর প্রথমে শ্রীকান্ত দা (মেহতা) জয়াকে ছবির প্রস্তাব দেন। তার পর আমার সঙ্গে কথা হয়। অবশেষে তাকেই চূড়ান্ত করা হয়।’

এদিকে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ‘কণ্ঠ’ ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয় করছেন। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। ১০ এপ্রিল পর্যন্ত কলকাতার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হবে বলে জানা গেছে। দুটি ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি বলেন, ‘দুটি ছবির গল্পই দারুণ। গল্প শোনার পরই চরিত্রগুলোর প্রতি আলাদা মায়া জড়িয়ে গেছে।’