ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

কাশ্মীরে হামলায় মেজরসহ ২ সেনাসদস্য নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৃহস্পতিবার ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে দুই সেনা নিহত হয়েছেন। ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর তল্লাশি দলের ওপর হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে এক মেজরসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক সেনা।

রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শোপিয়ান জেলার জয়পুরা এলাকার আশপাশে সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে বলে বুধবার রাতে খবর পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ খবরের ভিত্তিতে সেই এলাকায় তল্লাশি চালানো হয়।

তল্লাশি চলাকালে সেনাদের ওপর গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে তিন সেনা আহত হন। পরে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেজরসহ দুজনের মৃত্যু হয়। এই হামলার ঘটনায় জড়িতদের সন্ধানে শোপিয়ানে তল্লাশি চলছে।

এদিকে, আলাদা ঘটনায় কাশ্মীরের কুলগ্রাম জেলার গোপালপোরা গ্রামে সকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, ওই দুজন একটি ব্যাংকের গাড়িতে হামলায় জড়িত, যেটিতে পাঁচ পুলিশ সদস্য ও ব্যাংকের দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছিলেন।

মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার পুলওয়ামায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার অন্যতম সংগঠক আবু দুজানা ও তার এক সহযোগী। এ ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন পুলওয়ামার বহু বাসিন্দা। এর রেশ না কাটতেই বৃহস্পতিবার দুই সেনা নিহত হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাশ্মীরে হামলায় মেজরসহ ২ সেনাসদস্য নিহত

আপডেট সময় ০৩:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৃহস্পতিবার ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে দুই সেনা নিহত হয়েছেন। ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর তল্লাশি দলের ওপর হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে এক মেজরসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক সেনা।

রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শোপিয়ান জেলার জয়পুরা এলাকার আশপাশে সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে বলে বুধবার রাতে খবর পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ খবরের ভিত্তিতে সেই এলাকায় তল্লাশি চালানো হয়।

তল্লাশি চলাকালে সেনাদের ওপর গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে তিন সেনা আহত হন। পরে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেজরসহ দুজনের মৃত্যু হয়। এই হামলার ঘটনায় জড়িতদের সন্ধানে শোপিয়ানে তল্লাশি চলছে।

এদিকে, আলাদা ঘটনায় কাশ্মীরের কুলগ্রাম জেলার গোপালপোরা গ্রামে সকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, ওই দুজন একটি ব্যাংকের গাড়িতে হামলায় জড়িত, যেটিতে পাঁচ পুলিশ সদস্য ও ব্যাংকের দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছিলেন।

মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার পুলওয়ামায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার অন্যতম সংগঠক আবু দুজানা ও তার এক সহযোগী। এ ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন পুলওয়ামার বহু বাসিন্দা। এর রেশ না কাটতেই বৃহস্পতিবার দুই সেনা নিহত হলো।